ISRO Mission: ক্যালেন্ডারে ২০২৫ সালটা মার্ক করে রাখুন, বিশ্বকে তাক লাগাবে ISRO

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 02, 2025 | 12:38 PM

ISRO Mission: মহাকাশে যেমন মহিলা রোবট পাঠানোর পরিকল্পনা রয়েছে, তেমনই গগনযান এবং ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে আর্থ ইমেজিং স্যাটেলাইট নিসার (NISAR) পাঠানোরও পরিকল্পনা রয়েছে ইসরোর। এটি বিশ্বের সবথেকে দামী স্যাটেলাইট হতে চলেছে।

ISRO Mission: ক্যালেন্ডারে ২০২৫ সালটা মার্ক করে রাখুন, বিশ্বকে তাক লাগাবে ISRO
ইসরোর সামনে অনেক পরীক্ষা।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিগত কয়েক বছরে দেশের সবথেকে বড় বড় সাফল্যের হিসাব কষতে বসলে প্রথম পাঁচেই নাম আসবে চন্দ্রযান-৩। ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে রেকর্ড গড়েছে ভারত। ২০২৪ সালেও একাধিক সফল অভিযান করেছে ইসরো। এবার ২০২৫ সাল ব্যস্ততম বছর হতে চলেছে ইসরোর জন্য। একাধিক প্রকল্প রয়েছে পরিকল্পনায়। বেশ কিছুর কাজও চলছে জোরকদমে।

কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী জীতেন্দ্র সিং জানান, ২০২৫ সালে ইসরোর হাফ ডজন বড় বড় প্রকল্প পরিকল্পনায় রয়েছে। বছরের প্রথম ভাগেই এই অভিযান হবে। এর মধ্যে যেমন মহাকাশে মহিলা রোবট পাঠানোর পরিকল্পনা রয়েছে, তেমনই গগনযান এবং ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে আর্থ ইমেজিং স্যাটেলাইট নিসার (NISAR) পাঠানোরও পরিকল্পনা রয়েছে। এটি বিশ্বের সবথেকে দামী স্যাটেলাইট হতে চলেছে।

২০২৪ সালে ইসরোর সাফল্যের খতিয়ান ও ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “জানুয়ারি মাসে ইসরো অ্যাডভান্সড নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০২ উৎক্ষেপণ করবে। জিএসএলভি উৎক্ষেপণ হবে ইসরোর ১০০ তম মিশন। এরপরে ইসরো মহাকাশে পাঠাবে মহিলা রোবট ব্যোমমিত্র। এটা গগনযানেরই একটি অংশ। ব্যোমমিত্র অভিযান সফল হলে, মহাকাশে মহাকাশচারী পাঠানো হবে।”

ভারত-আমেরিকার যৌথ সহযোগিতায় নাসা-ইসরো সার স্যাটেলাইট, যা সংক্ষেপে নিসার নাম দেওয়া হয়েছে, তার জন্য আনুমানিক খরচ হবে ১২ হাজার ৫০৫ কোটি টাকা। আগামী মার্চ মাসে এই মিশন লঞ্চ করা হবে। প্রতি ১২ দিন অন্তর এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ স্ক্যান করবে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “২০২৫ সাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর হতে চলেছে। ইসরো চারটি জিএসএলভি রকেট লঞ্চ করবে। এছাড়া তিনটি পিএসএলভি ও একটি এসএসএলভি রকেট লঞ্চ করবে।”

Next Article