ইসলামাবাদ: প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে যেমন এসেছে সীমা হায়দার, তেমনই রাজস্থানের অঞ্জুও পাড়ি দিয়েছিলেন পাকিস্তানে। দিন দুয়েক আগেই তিনি জানিয়েছিলেন, তিনি সীমার মতো নন। ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করেই তিনি ভারতে ফিরে আসবেন। এবার জানা গেল, সীমার মতোই অঞ্জুও প্রতিবেশী দেশে গিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। মঙ্গলবারই অঞ্জু তাঁর পাকিস্তানি ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করেন। বিয়ের আগে ধর্মান্তরিতও হয়েছেন অঞ্জু, এমনটাই জানা গিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই সন্তানের মা অঞ্জু (৩৪) গত সপ্তাহে পাকিস্তান যাওয়ার পর তাঁর ফেসবুকে পরিচয় হওয়া বন্ধু নাসরুল্লাহ (২৯)-র বাড়িতে থাকছিলেন। মঙ্গলবার তাঁরা পাকিস্তানের একটি জেলা দায়রা আদালতে বিয়ে করেন। ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয়েছিল তাঁদের। সেখান থেকেই প্রেম।
A pretty girl Anju from india in pakistan and says Pakistan is Beautiful Country ❤ pic.twitter.com/zre8a6G2LM
— Beautiful Pakistan?? ( Holiday Travels Pakistan) (@LandofPakistan) July 25, 2023
রাজস্থানের ভিওয়াড়ি জেলার বাসিন্দা অঞ্জু। সম্প্রতিই তিনি স্বামীকে জানান, অফিসের কাজে দিনকয়েকের জন্য জয়পুর যাচ্ছেন। পরে রবিবার তাঁর স্বামী অরবিন্দ জানতে পারেন যে জয়পুর নয়, পাকিস্তানে গিয়েছেন অঞ্জু। ফেসবুকে পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে, তাও জানতেন তিনি।
সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে অঞ্জুও জানান, বন্ধুর সঙ্গে দেখা করতে পাকিস্তানে এসেছেন তিনি। নাসরুল্লাহ নামক ওই পাকিস্তানি যুবকের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান মিটে গেলেই তিনি ভারতে ফিরে যাবেন। কিন্তু মঙ্গলবারই জানা যায়, নাসরুল্লাহ ও অঞ্জু বিয়ে করেছেন। ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার পর তাঁর নাম হয় ফতিমা। আদালতে তাঁরা নিকাহ করেন। মোহারার সিটি পুলিশ স্টেশনের এক আধিকারিক এই তথ্য জানান। নিকাহের অনুষ্ঠানে নাসরুল্লাহের পরিবার, পুলিশ আধিকারিক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার নাসরুল্লাহ ও অঞ্জু কড়া পুলিশি নিরাপত্তায় পাকিস্তান ভ্রমণে বেরিয়েছিলেন।