পঞ্জাব: পাকিস্তানি এক যুবকের প্রেমে পড়েছিলেন রাজস্থানের এক মহিলা। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্বের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের মধ্যে। প্রেমের টানে নিজের স্বামী-সন্তানকে ছেড়ে পাকিস্তানে গিয়েছিলেন ওই মহিলা। জুলাই মাসে পাকিস্তানে যাওয়ার পর পাক যুবককে বিয়েও করেন তিনি। সেখানে ‘খুশিতেই’ দিন কাটলেও সম্প্রতি সন্তানদের জন্য মন খারাপ হচ্ছিল তাঁর। সে জন্য মঙ্গলবার রাতে ভারতে ফিরে এসেছেন তিনি। পঞ্জাবের ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন তিনি।
প্রেমের টানে পাকিস্তানে যাওয়া ওই মহিলার নাম অঞ্জু। তিনি রাজস্থানের ভিয়ান্দির বাসিন্দা তিনি। তাঁর ১৫ বছরের ছেলে এবং ৪ বছরের মেয়ে রয়েছে। স্বামী অরবিন্দের সঙ্গে থাকলেও ফেসবুকে নাসরুল্লাহ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। জুলাই মাসে পরিবারের কাউকে না জানিয়েই পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর ধর্ম পরিবর্তন করেন অঞ্জু। সেখানে তাঁর নতুন নাম হয় ফতিমা। এর পর নাসরুল্লাহকে বিয়েও করেন তিনি।
কিন্তু বিয়ের পর আনন্দে দিন কাটলেও সন্তানদের জন্য মন খারাপ হয়েছিল তাঁর। সে জন্য ফের ভারতে ফিরে আসার চেষ্টা করছিলেন। কিন্তু ভিসা পাচ্ছিলেন না। অবশেষে ভারতে আসতে পেরেছেন তিনি। ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসার পর সংবাদমাধ্যমের সঙ্গে বেশি কথা বলতে রাজি ছিলেন না তিনি। কেবল বলেছেন, “আমি খুব খুশি। আমার আর কিছু বলার নেই।”
#WATCH | Amritsar, Punjab: Anju, who had travelled to Pakistan in July returns to India
“I am happy…I have no other comments”, says Anju pic.twitter.com/vKPUTsx4jx
— ANI (@ANI) November 29, 2023
যদিও অঞ্জু চলে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী অরবিন্দ। ভারতে ফেরায় এখন সেই সব অভিযোগের মুখোমুখি হতে হবে অঞ্জুকে। যদিও অরবিন্দ নিজের সন্তান নিয়ে কোথায় থাকছেন তা জানা যায়নি। অঞ্জু ফেরার পর তাঁর প্রতিক্রিয়াও মেলেনি।
মাস খানেক আগে সীমা নামের পাকিস্তানের এক বিবাহিত মহিলা নিজের সন্তানদের নিয়ে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। এখানে এসে এক যুবককে বিয়েও করেন তিনি। তাঁকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।