Fire at Firecracker Factory: কালীপুজোর আগেই বাজি কারখানায় বিস্ফোরণ, বীভৎস আগুনে মৃত্যু ৬ শ্রমিকের

Firecracker Factory: লক্ষ্মী গণপতি ফায়ারওয়ার্ক ইউনিট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। ভিতরে আটকে পড়েন শ্রমিকরা।

Fire at Firecracker Factory: কালীপুজোর আগেই বাজি কারখানায় বিস্ফোরণ, বীভৎস আগুনে মৃত্যু ৬ শ্রমিকের
বাজি কারখানায় আগুন।Image Credit source: PTI

|

Oct 08, 2025 | 2:33 PM

অমরাবতী: কালীপুজোর আগেই বাজি কারখানায় ভয়াবহ আগুন। মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত আরও ৮ জন। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বহু শ্রমিক বাজি কারখানার ভিতরে আটকে পড়েছিলেন বলেই জানা গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে সাদা ধোঁয়া দেখা যায়।

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরীতে। আজ, বুধবার (৮ অক্টোবর) একটি বাজি কারখানায় আগুন লেগে যায়। বাজি তৈরির সময়ই এই অগ্নিকাণ্ড ঘটে। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরেই আটকে পড়েন অনেক শ্রমিক।

জানা গিয়েছে, কোমারিপালেম গ্রামের লক্ষ্মী গণপতি ফায়ারওয়ার্ক ইউনিট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। দমকলকর্মীদেরও উদ্ধারকাজে বেগ পেতে হয়। এখনও পুলিশ ও দমকলবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহত শ্রমিকদের রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।  আহতদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে কারখানায় সুরক্ষার যথাযথ ব্যবস্থা ছিল না। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুত থাকাতেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের মৃত্যু নিয়ে তিনি শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন যে আধিকারিকরা যেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ খতিয়ে দেখেন।