Fire: চিনিকলে বিধ্বংসী আগুন, আটকে প্রায় ৭০ শ্রমিক

চিনিকলের শাখায় অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। গুরুতর জখম ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

Fire: চিনিকলে বিধ্বংসী আগুন, আটকে প্রায় ৭০ শ্রমিক
স্টুডিয়োয় বিধ্বংসী আগুন।

| Edited By: Sukla Bhattacharjee

Feb 26, 2023 | 12:10 AM

আহমেদনগর: ভর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ড চিনিকলে। কাজ চলাকালীন হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে এবং তারপরই আগুন ছড়িয়ে পড়ে চিনিকলটিতে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। এই ঘটনায় কমপক্ষে ৮ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। প্রায় ৭০ জন শ্রমিক আটকে রয়েছেন বলে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। গুরুতর জখম ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। কী ভাবে বিস্ফোরণটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় কাজ চলাকালীন হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। সেই সময় চিনিকলের ভিতরে ছিলেন প্রায় ৮০ জন শ্রমিক। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তাঁরা সকলেই চিনিকলের ভিতর আটকে পড়েন। তারপর কারখানা কর্তৃপক্ষই তড়িঘড়ি দমকলে খবর দেয় এবং দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চিনিকলের ভিতরে আটকে পড়া শ্রমিকদেরও ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

শেষ পাওয়া খবর পর্যন্ত, ৮ জন শ্রমিককদে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কুলিং প্রসেস চালু হয়েছে। তবে কী থেকে চিনিকলের ভিতর বিস্ফোরণটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।