
মুম্বই: বিধ্বংসী আগুন লাগল বাণিজ্যনগরীতে। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। বহুতলের একেবারে ২৬ তবে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে এতটা উঁচুতে আগুন লাগায় উপর পর্যন্ত জল ছুঁড়তেও সমস্যায় পড়ছে দমকল বাহিনী। বহুতলের উপরের তলে আগুন লাগার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ২৭ তল বিশিষ্ট বহুতলের ২৫ ও ২৬ তল দাউদাউ করে জ্বলছে। একেবারে জানলা দিয়ে বাইরে বেরিয়ে এসেছে বিধ্বংসী আগুনের শিখা। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে বহুতলের উপরের আকাশ। পার্শ্ববর্তী বহুতলেরও একাংশ কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। ক্রেন দিয়ে উপরের দিকে জল ছেটানোর চেষ্টা করছে দমকল বাহিনী। আতঙ্কিত বাসিন্দারা উদ্বেগ নিয়ে নীচে দাঁড়িয়ে রয়েছেন। পথচলতি লোকজন বিধ্বংসী অগ্নিকাণ্ড মোবাইলের ক্যামেরাবন্দি করছেন।
বৃহন্মুম্বই কর্পোরেশনের দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, গোরেগাঁও এলাকার মহেশ নগরে অবস্থিত বহুতলটিতে লেভেল ২ পর্যায়ের আগুন লেগেছে। একেবারে উপরের দিকে তলে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিটের থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে বহুতলটি ফাঁকা করা হয়েছে এবং হতাহতের কোনও খবর নেই বলে দমকল বাহিনী জানিয়েছে।
#UPDATE | Maharashtra | Fire which broke out in a high-rise building in the Goregaon area of Mumbai has been brought under control. The building has been vacated. No injuries/casualties reported: Brihunmumbai Municipal Corporation’s Mumbai Fire Brigade https://t.co/2bBtblsFwv pic.twitter.com/sE23muwFO0
— ANI (@ANI) January 24, 2024
এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বহুতলটিতে যেভাবে আগুন জ্বলছে, অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে না পারলে সেটি আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বহুতলটির পাশেই একটি বড় গাছ রয়েছে। গাছে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তা ভাইরাল ভিডিয়োটি থেকেই স্পষ্ট। সবমিলিয়ে, গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।