VIDEO: রাত থেকে দাউদাউ করে জ্বলছে গোটা রেস্তোরাঁ, কয়েক কিমি দূর থেকেও দেখা যাচ্ছে লেলিহান শিখা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 26, 2024 | 7:17 AM

Mumbai Fire: একটি রেস্তোরাঁয় আগুন লাগে। কয়েক মুহূর্তেই তা ভয়াবহ আকার নেয়। কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। মধ্যরাতে আগুন লাগায় হতাহতের ঘটনা না ঘটলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।

VIDEO: রাত থেকে দাউদাউ করে জ্বলছে গোটা রেস্তোরাঁ, কয়েক কিমি দূর থেকেও দেখা যাচ্ছে লেলিহান শিখা
আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের।
Image Credit source: ANI

Follow Us

মুম্বই: মধ্য রাতে ভয়াবহ আগুন (Fire)। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। কয়েক মুহূর্তেই তা ভয়াবহ আকার নেয়। কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। মধ্যরাতে আগুন লাগলেও, এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিপদ এড়াতে ফাঁকা করা হয়েছে পাশের একটি শপিং মল ও বহুতল। হতাহতের ঘটনা না ঘটলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের কামাঠিপুরায় গ্রান্ট রোডের কাছে অবস্থিত একটি বড় নামকরা রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। গোটা রেস্তারাঁটিই আগুনের গ্রাসে চলে যায়।

পথচলতি মানুষ রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়েই দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও আটটি ইঞ্জিন আসে।

বর্তমানে মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফাঁকা করা হয়েছে পাশেই অবস্থিত শপিং মল ও বহুতল। ওই বহুতল বাড়ি থেকেও দুটি লাইন নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কী করে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

মুম্বই ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে। গোটা রেস্তারাঁতেই আগুন ছড়িয়ে পড়েছে। ছাদেও আগুন পৌঁছে যায়। দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। দমকলের বিশেষ ল্যাডারে করে কর্মীরা উপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁর ভিতরে কোনও কর্মী উপস্থিত ছিলেন না, সেই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোটা রেস্তোরাঁটিই পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

Next Article