নয়া দিল্লি: মধ্যরাতে যখন অঘোরে ঘুমোচ্ছে সবাই, সেই সময়ই নেমে এল বিপদ। বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল দিল্লির প্ল্যাস্টিক ও নেল পলিশ কারখানা। শনিবার মধ্যরাতে দিল্লির প্রতাপ নগরে কারখানায় রাখা একটি এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। যদিও এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৩টে ৪৭ মিনিট নাগাদ আচমকাই কারখানার নিচের তলায় আগুন লাগে। সেখান থেকেই দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়েই। কারখানার আশেপাশে যে বসতিগুলি রয়েছে, সেখানের বাসিন্দারাই দমকলে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন।
আরও পড়ুন: সঙ্কোচনের নাগপাশ কাটিয়ে মাথা তুলে দাঁড়াল তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি
ঘটনাস্থানে উপস্থিত রাজিন্দর আটওয়াল নামক এক দমকলকর্মী জানান, এক প্রত্যক্ষদর্শীর মতে মাঝরাতে কারখানায় রাখা এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলে খবর দেন। ঘটনাস্থানে ১৮টি ইঞ্জিন এসে পৌছয়। কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকার্যে এক দমকলকর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Eyewitnesses say that an LPG cylinder exploded following which fire broke out. No casualties reported, a Fire Service personnel injured & admitted to hospital. 18 fire tenders are working, we have successfully contained the fire. Cooling is underway: Rajinder Atwal, Fire Officer pic.twitter.com/GoqvOCnAt0
— ANI (@ANI) February 27, 2021
আগুন নিয়ন্ত্রণে আসলেও কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়ে তল্লাশি চলছে। একইসঙ্গে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Assembly Elections Date 2021: বাংলায় রেকর্ড, এ বার ৮ দফায় বিধানসভা নির্বাচন