নয়া দিল্লি: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। শনিবার মধ্য রাতে দিল্লির অভিজাত এলাকা রাজৌরি গার্ডেনে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২৫টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। তবে যেখানে আগুন লেগেছিল, সেটি একটি ত্রিপলের গোডাউন হওয়ায়, ভিতরে থাকা যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ খবর আসে যে রাজৌরি গার্ডেনের বিশাল এনক্লেভের পাশেই থাকা একটি ত্রিপলের গোডাউনে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগেও খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন পৌঁছয়। তাঁরা প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করা হয়।
Delhi | A fire broke out in a tent godown located near Vishal Enclave of Rajouri Garden. Fire brigade was called around 1 am. 25 fire tenders were rushed to site to douse the fire. It took an hour & half for the flames to be brought under control. No casualty reported: Fire dept
— ANI (@ANI) September 4, 2022
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার মধ্যরাতে পোড়া গন্ধ আসতে থাকে ওই গোডাউনের ভিতর থেকে। এরপরে তারা বাইরে বেরিয়ে দেখতে পান যে, দাউদাউ করে জ্বলছে বিশাল এনক্লেভের গায়ে লাগানো ওই ত্রিপল কারখানা। এরপরই বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলবাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই দমকল এসে উপস্থিত হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রথমে ২০টি ইঞ্জিন আসলেও, আগুন যেভাবে ছড়িয়ে পড়ছিল, তা নিয়ন্ত্রণ করতে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। প্রায় দেড় ঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। বিপদ এড়াতে আশেপাশের বাড়িও খালি করে দেওয়া হয়।
Major Fire broke down at Deepali Tent house pandal in Raja garden, west delhi @aajtak @ZeeNews @ABPNews pic.twitter.com/HGeAE7a4Sy
— sumit utreja (@sumitutreja1) September 3, 2022
দিল্লির দমকল বিভাগের আধিকারিক এসকে দুয়া জানান, রাত ১টা ৩ মিনিট নাগাদ দিল্লির রাজৌরি গার্ডেনে আগুন লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গেই দমকলের একাধিক ইঞ্জিন পাঠানো হয়। মাঝারি মাপের আগুন লেগেছিল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ২৩টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি।