
ভোপাল: উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ১ কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা যায়।
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে কোনও হতাহতের খবর নেই।
VIDEO | Fire breaks out in device of pollution control board at the facility centre of Mahakal Temple in Ujjain. The ‘darshan’ at temple was halted for some time. More details are awaited. #Fire #Ujjain #MahakalTemple pic.twitter.com/1ghau6ghfF
— Press Trust of India (@PTI_News) May 5, 2025
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উজ্জ্বয়নের মহাকাল মন্দিরের ফেসিলিটি সেন্টারে আগুন লাগে। পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনও ডিভাইস বা যন্ত্রাংশে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অনেকের আবার দাবি, সিসিটিভি কন্ট্রোল রুমের উপরে রাখা ব্যাটারিতে বিস্ফোরণ হয়েছে। সেখান থেকেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।