Varanasi Station Fire: দাউদাউ করে জ্বলছে বারাণসী স্টেশন, পুড়ে ছাই ২০০টি বাইক

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 30, 2024 | 11:07 AM

Varanasi Station Fire: প্রায় দুই ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছিল বারাণসী রেলস্টেশনের বাইরের অংশ। স্টেশনের পার্কিংয়ে আগুন লেগে যায়। মূলত রেলওয়ে কর্মীদের বাইক রাখা ছিল ওখানে। একের পর এক বাইকে আগুন জ্বলতে শুরু করে। পুড়ে যায় কমপক্ষে ২০০ বাইক।

Varanasi Station Fire: দাউদাউ করে জ্বলছে বারাণসী স্টেশন, পুড়ে ছাই ২০০টি বাইক
বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে আগুন।
Image Credit source: X

Follow Us

বারাণসী: বীভৎস আগুন বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। শনিবার ভোরে ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের অন্যতম জনবহুল স্টেশনে। কমপক্ষে ২০০ বাইক পুড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। তবে কোনও মানুষের হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, শনিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত বাইক। এখন শুধু কঙ্কালসার বাইকগুলি পড়ে রয়েছে।

প্রায় দুই ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছিল বারাণসী রেলস্টেশনের বাইরের অংশ। স্টেশনের পার্কিংয়ে আগুন লেগে যায়। মূলত রেলওয়ে কর্মীদের বাইক রাখা ছিল ওখানে। একের পর এক বাইকে আগুন জ্বলতে শুরু করে। পুড়ে যায় কমপক্ষে ২০০ বাইক।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পাশেই রাখা বাইকের পেট্রোল ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে পরপর দাঁড়িয়ে থাকা বাকি বাইকেও আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে জিআরপি, আরপিএফ, স্থানীয় পুলিশ।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দমকলের ১২টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

Next Article