G-20 Summit: ‘দুই দেশ ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে’, মোদীকে ধন্যবাদ মরিশাসের প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 08, 2023 | 9:21 PM

Mauritius PM-PM Modi: মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ জানান, এটা একটা মাইলস্টোন এবং বর্তমানে দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে, সেটা আগে ওঠেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত মরিশাসকে সমর্থন করে এসেছে জানিয়ে নমো-কে ধন্যবাদও দেন প্রবিন্দ জুগনাউথ।

G-20 Summit: দুই দেশ ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে, মোদীকে ধন্যবাদ মরিশাসের প্রধানমন্ত্রীর
দিল্লিতে মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us

নয়া দিল্লি: ভারতের ‘প্রকৃত বিশেষ সঙ্গী’ হল মরিশাস। শুক্রবার সকালে টুইটে এমনই উল্লেখ করেছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তারপর এদিন সন্ধ্যায় মরিশাসের প্রধানমন্ত্রী (Mauritius PM) প্রবিন্দ জুগনাউথ দিল্লিতে এসে পৌঁছতেই তাঁকে বিশেষ অভিবাদন জানাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। শুধু অভিবাদন জানানো নয়, মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী।

মরিশাসের অর্থনীতির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে ভারত নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিন নয়া দিল্লিতে এসে সেকথা তুলে ধরেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ। তিনি বলেন, “আফ্রিকার দেশ হিসাবে মরিশাসের সঙ্গে ভারতই প্রথম চুক্তি করে।” যৌথ অর্থনৈতিক অংশিদারীর চুক্তি (CEPA) স্বাক্ষর-সহ বিভিন্ন ক্ষেত্রে মরিশাসের সঙ্গে অংশীদারিত্ব করে ভারত। ভারতের এই পদক্ষেপ বর্তমানে দুই দেশের জন্যই লাভদায়ক। তিনি আরও বলেন, “২০২৩-এ ভারত ও মরিশাস ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে।” এপ্রসঙ্গে জুগনাউথ জানান, এটা একটা মাইলস্টোন এবং বর্তমানে দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে, সেটা আগে ওঠেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত মরিশাসকে সমর্থন করে এসেছে জানিয়ে নমো-কে ধন্যবাদও দেন প্রবিন্দ জুগনাউথ।

প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ‘ভারত মণ্ডপম’-এ বসতে চলেছে জি-২০ সামিট। সেই সামিটে যোগ দিতে এদিন বিকালেই নয়া দিল্লি এসে পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ-সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এর মধ্যে এদিন নিজ বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মরিশাসের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article