MEA: ‘উদ্বেগের বিষয়’, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন কেন্দ্রের

Pannun murder plot: গত জুন মাসে আমেরিকার বাসিন্দা খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৫২ বছর বয়সি ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে। তিনি আরও কয়েকজনের সঙ্গে মিলে এই চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ। এক মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে এই ঘটনাটি প্রকাশ করা হয়।

MEA: উদ্বেগের বিষয়, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন কেন্দ্রের
পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

| Edited By: Sukla Bhattacharjee

Nov 30, 2023 | 3:18 PM

নয়া দিল্লি: কানাডায় খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুন করার ষড়যন্ত্রে ভারত জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এবার এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। ‘বিষয়টি উদ্বেগের’ বলে মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi)। এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুন করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিক, এক সরকারি কর্মী নিখিল গুপ্তার বিরুদ্ধে। এপ্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “এই বিষয়টি খুবই উদ্বেগের। এটা সরকারি নীতি-বিরুদ্ধ। বিষয়টি যেহেতু জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, তাই গোটা বিষয়টি ভারত গুরুত্ব সহকারে দেখছে।” তিনি আরও বলেন, “গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।”

প্রসঙ্গত, গত জুন মাসে আমেরিকার বাসিন্দা খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৫২ বছর বয়সি ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে। তিনি আরও কয়েকজনের সঙ্গে মিলে এই চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ। এক মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে এই ঘটনাটি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, আমেরিকার মাটিতে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন নাগরিকদের খুনের চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে বিবৃতিও জারি করেন মার্কিন অ্যার্টনি ডামিয়ান উইলিয়ামস।

২০২০ সালে ভারত সরকার পান্নুকে খলিস্তানি জঙ্গি বলে ঘোষণা করে। তার বিরুদ্ধে ভারতে দেশদ্রোহীর মামলা সহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর খুন হয়। সেই ঘটনার পিছনেও ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু়ডো। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। তবে এই অভিযোগের প্রভাব দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপরও পড়ে।