নয়া দিল্লি: উৎসবের আনন্দে বাংলার পাশাপাশি ভাসছে গোটা দেশ। ভাসছে টিভি-৯ নেটওয়ার্কও। দেবীর বোধনের দিনই টিভি-৯ নেটওয়ার্কের এমডি বরুণ দাসের হাত ধরে উদ্বোধন হয়েছিল ‘টিভি-৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। শুরু থেকেই জমজমাট সেই পুজো। রোজই আসছেন নানা সেলিব্রিটি থেকে বিশিষ্টজনরা। রাজধানীর বুকে এই পুজোয় জমায়েত হচ্ছে হাজার হাজার মানুষের। এই প্রথম কোনও টেলিভিশন নেটওয়ার্ক এত বড় একটা ফেস্টিভ্যালের আয়োজন করেছে। তাতেই যেন রাজধানীর উৎসবের আমেজে যোগ হয়েছে এক নয়া মাত্রা।
অষ্টমীর দিনও সেখানে প্রচুর মানুষকে অঞ্জলি দিতে দেখা গিয়েছিল। নবমীর সকালেও দেখা গিয়েছে সেই একই ছবি। দু’শোর বেশি স্টল রয়েছে এই ফেস্টিভ্যালে। এদিন সন্ধ্যা নামার মুখে এই পুজো দেখতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। এলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তাতেই যেন উৎসবের আলো বেড়ে গেল আরও কয়েক গুণ।
মহাষ্টমীর সন্ধ্যাতেও এখানে আয়োজন ছিল রীতিমতো দেখার মতো। রাজস্থানি, গুজরাটি, ভাঙড়া এবং লাবণী নৃত্য পরিবেশন করতে দেখা যায় নৃত্যশিল্পীদের। যা দেখতে ভিড় জমান দূর-দূরান্তের মানুষেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গেই এখানে এসে যে কেউ বিভিন্ন স্টল থেকে দেশ-বিদেশের বিভিন্ন জিনিসও কিনতে পারেন। নয়া দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে মহা ধুমধামের সঙ্গে চলছে এই বিরাট ফেস্টিভ্যাল।