Sourabh Rajput Murder Case: স্বামীকে কুচি কুচি করে সিমেন্ট ভরা ড্রামে ভরেছিল, সেই মুসকানই এখন আইনজীবী হতে চাইছে!

Meerut Murder Case Update: গত ১৮ মার্চ মিরাটের ব্রহ্মপুরীর বাড়ি থেকে সৌরভ রাজপুতের ড্রামবন্দি দেহ উদ্ধার হয়। স্ত্রী মুসকান রাস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা মিলে সৌরভকে খুন করে। তারপর তাঁর দেহ ছয় টুকরো করে এবং নীল ড্রামে সেই দেহ ভরে সিমেন্ট দিয়ে সিল করে রেখেছিল।

Sourabh Rajput Murder Case: স্বামীকে কুচি কুচি করে সিমেন্ট ভরা ড্রামে ভরেছিল, সেই মুসকানই এখন আইনজীবী হতে চাইছে!
সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগী।Image Credit source: X

|

May 31, 2025 | 12:43 PM

মিরাট: সৌরভ রাজপুতের কথা মনে আছে? মার্চেন্ট নেভি অফিসার যাকে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিক মিলে খুন করে কুচি কুচি করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল। সেই মুসকান রাস্তোগীই ফের খবরে। জেলবন্দি মুসকান পুলিশের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছে।

মুসকান বর্তমানে উত্তর প্রদেশের মিরাটের জেলে রয়েছেন। জানা গিয়েছে, মুসকান জেল কর্তৃপক্ষের কাছে আইন নিয়ে পড়তে চেয়েছে। আদালতে নিজের হয়ে লড়াই করার জন্যই আইন পড়াশোনা করতে চায়।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মুসকানের আইনজীবী যেভাবে মামলা লড়ছে, তাতে সন্তুষ্ট নয়। সেই কারণে মুসকান নিজেই মামলা লড়তে চায়। তবে মুসকান প্রায় অষ্টম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছে। এলএলবি কোর্স করার জন্য তাঁকে আগে দশম-দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ মিরাটের ব্রহ্মপুরীর বাড়ি থেকে সৌরভ রাজপুতের ড্রামবন্দি দেহ উদ্ধার হয়। স্ত্রী মুসকান রাস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা মিলে সৌরভকে খুন করে। তারপর তাঁর দেহ ছয় টুকরো করে এবং নীল ড্রামে সেই দেহ ভরে সিমেন্ট দিয়ে সিল করে রেখেছিল।

সৌরভের দেহ ড্রামে ভরে হিমাচল প্রদেশে ঘুরতে চলে গিয়েছিল মুসকান ও সাহিল। তবে মুসকান তাঁর মা-বাবার কাছে অপরাধ স্বীকার করে নিয়েছিল। তার বাবাই পুলিশে গিয়ে অভিযোগ জানান এবং তারপর পুলিশ মুসকান ও সাহিলকে গ্রেফতার করে। সম্প্রতি পুলিশ আদালতে ১০০০ পাতার চার্জশিট জমা দিয়েছে। মুসকানের মা-বাবাও তাঁর বিরুদ্ধেই বয়ান দিয়েছেন।