শারীরিক সম্পর্কে বাধা, হানিমুনে নিয়ে স্বামীকে খুন করেছিল সোনম, হাড়হিম হত্যাকাণ্ড এবার বড়পর্দায়

Meghalaya Murder Case: বিয়ের পর হানিমুনে মেঘালয়ে গিয়ে স্বামী রাজাকে খুন করেছিল সোনম। খুনের জন্য ভোপাল থেকে ভাড়া করে নিয়ে গিয়েছিল সুপারি কিলারদের। এরপরে সে নিখোঁজ হয়ে যায়।

শারীরিক সম্পর্কে বাধা, হানিমুনে নিয়ে স্বামীকে খুন করেছিল সোনম, হাড়হিম হত্যাকাণ্ড এবার বড়পর্দায়
সোনম ও রাজা রঘুবংশী।

|

Jul 30, 2025 | 1:06 PM

ইন্দোর: হানিমুন মার্ডার! বিয়ের পর হানিমুনে গিয়ে রাজা রঘুবংশীকে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিল স্ত্রী সোনম রঘুবংশী। পুরোটাই করেছিল প্রেমিক রাজ কুশওয়াহার মদতে। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। রাজা রঘুবংশীর এই হত্যাকাণ্ড এবার বাস্তব থেকে দেখা যাবে বড় পর্দায়।

ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড নিয়ে এবার সিনেমা তৈরি হতে চলেছে। তাঁর পরিবারের তরফেই এই ঘোষণা করা হয়েছে। এই সিনেমার নাম হতে চলেছে, “হানিমুন ইন শিলং”। রাজার দাদা সচিন রঘুবংশী জানিয়েছেন, তাদের সম্মতিতেই এই সিনেমা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা চান, ভাইয়ের হত্যাকাণ্ডের সত্যিটা সবার সামনে আসুক। এই সিনেমা পরিচালনা করছেন এসপি নিম্বায়াত।

তিনি জানান, সিনেমার স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছে। ৮০ শতাংশ শুট ইন্দোরে হবে, বাকি ২০ শতাংশ শিলংয়ে হবে। এই সিনেমার মাধ্যমে আমরা জনগণকে এই বার্তাই দিতে চাই যে এই ধরনের বিশ্বাসঘাতকতা বন্ধ হওয়া দরকার। রাজার সঙ্গে যা হয়েছে, তা যেন কারোর সঙ্গে না হয়। সিনেমার প্রধান অ্যাঙ্গেলই হবে খুনের ওই মুহূর্ত, যখন সোনম ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাজাকে কীভাবে কষ্ট পেতে হয়েছিল।

বিয়ের পর হানিমুনে মেঘালয়ে গিয়ে স্বামী রাজাকে খুন করেছিল সোনম। খুনের জন্য ভোপাল থেকে ভাড়া করে নিয়ে গিয়েছিল সুপারি কিলারদের। এরপরে সে নিখোঁজ হয়ে যায়। পরে পুলিশ তাঁকে উত্তর প্রদেশ থেকে উদ্ধার করে। জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় সোনম।