AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meghalaya Murder: কলকাতায় আনা হচ্ছে মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের চক্রী সোনমকে! কেন?

Meghalaya Murder: কিন্তু হঠাৎ করেই কলকাতাতে কেন নিয়ে আসা হচ্ছে এই স্বামী খুনে অভিযুক্তকে? জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশ হাতে সোনম পাকড়াও হলেও, গোটা ঘটনার তদন্তভার রয়েছে মেঘালয় পুলিশের হাতে।

Meghalaya Murder: কলকাতায় আনা হচ্ছে মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের চক্রী সোনমকে! কেন?
সোনম ও রাজা Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 12:02 PM

কলকাতা: স্বামী খুনে অভিযুক্ত সোনম রঘুবংশী। মেঘালয়ের আকাশে কালো মেঘ এনেছেন তিনি। তাই তাকে ঘিরে এখন তুঙ্গে চর্চা। গতকাল অর্থাৎ সোমবার আত্মসমর্পণ করেছেন সোনম। আর তারপরেই নতুন করে গতি পেয়েছে মেঘালয় মধুচন্দ্রিমা-কাণ্ডের তদন্ত।

সোমবার পর্যন্ত উত্তর প্রদেশের গাজ়িপুর পুলিশের হেফাজতেই ছিলেন সোনম। মঙ্গলবার তাকে নিয়ে আসা হয়েছে পটনায়। এবার সেখান থেকে সোনম আসবে কলকাতায়। জানা গিয়েছে, আজ দুপুর ৩টে ৫৫-এর ফ্লাইটে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হবে সোনমকে।

কিন্তু হঠাৎ করেই কলকাতাতে কেন নিয়ে আসা হচ্ছে এই স্বামী খুনে অভিযুক্তকে? জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশ হাতে সোনম পাকড়াও হলেও, গোটা ঘটনার তদন্তভার রয়েছে মেঘালয় পুলিশের হাতে। সেই সূত্রে ধরেই সোনমকে নিয়ে যাওয়া হচ্ছে মেঘালয়ে। কিন্তু শিলং বা নিকটবর্তী অসমের গুয়াহাটি পর্যন্ত কোনও ফ্লাইট না থাকায় মঙ্গলবার প্রথমে কলকাতায় নিয়ে আসা হবে তাকে।

এরপর এখান থেকে সরাসরি বিমানে চাপিয়ে সোনমকে নিয়ে যাওয়া হবে অসমের গুয়াহাটি বিমানবন্দরে। তারপর সেখান থেকে সড়কপথ ধরে নিয়ে যাওয়া হবে শিলংয়ে মেঘালয় পুলিশের সদর দফতরে। তবে যাত্রাপথে তদন্তে যাতে কোনও দেরি না হয়, সেই জন্য পটনা থেকে কলকাতা ও পরে কলকাতা থেকে গুয়াহাটির পথে চলবে তদন্ত সংক্রান্ত জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, এই মেঘালয় মধুচন্দ্রিমা-কাণ্ডে বাড়ল ধৃতের সংখ্যা। এদিন এই হত্যাকাণ্ডে আনন্দ কুর্মি নামে এক আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। যার জেরে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।