
সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। বিকট আওয়াজ কানে যেতেই ছুটে আসেন গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় একটি বাড়ি সামনে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এলাকাবাসী সেখানে পৌঁছে দেখেন, কপ্টারটি টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আর তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

প্রাথনিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। পরে শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা। পার্বত্য অঞ্চলে ঘন জঙ্গলের মধ্যে কপ্টার পড়ে রয়েছে। পাশাপাশি, গত কয়েকদিন ধরে এলাকায় বৃষ্টিও হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গা. ঘন অন্ধকার নেমে আসবে। তাই দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে উদ্ধারকাজ। অবতর

হেলিকপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে এয়ার ফোর্সের তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিপিন রাওয়াত।

অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালানো হচ্ছে। এখনও অবধি ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আটজনের ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলের পাশাপাশি পাহাড়ের ঢালেও বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য অধিকর্তাদের উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। যাবতীয় চিকিৎসা সামগ্রীর দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।