
‘জব পেয়ার কিয়া তো ডরনা কেয়া!’ প্রেম কি বয়স, রং, বর্ণ, বিভেদ বোঝে? না, সে প্রমাণ যুগ যুগ ধরে পেয়েছি আমরা। কখন যে আপনার মন কে চুরি করে নিয়ে চলে যাবে তা বলা মুশকিল! সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ। শাহজাহানপুরবাসী মধ্যবয়সী এক মহিলা প্রেমে পড়েছেন ২০ বছর বয়সী এক তরুণের। সবচেয়ে বড় কথা হল ওই মহিলার ৯ সন্তান এবং দুই নাতি-নাতনিও রয়েছে। কিন্তু ওই যে মনটাই আসল কথা। মনের বয়স তরুণ হলে আর কি বা করা যাবে।
এদিকে অসম প্রেম সব সময় বোঝে না সমাজ। অগত্যা একদিন ছেলের বউয়ের হাতে ধরা পড়ে যান ওই মহিলা। শাশুড়ির প্রণয়ের কথা জানতে পেরেই বাড়ির বাকি সদস্যকে জানান পুত্রবধূ। সেই নিয়ে চরম অশান্তি। মায়ের প্রেম মেনে নিতে পারেননি ছেলেরা। তাঁরা প্রতিবাদ জানলে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন মা। শেষে একদিন নিজের তরুণ প্রেমিকের সঙ্গে পালিয়ে যান মহিলা। এখন আর বাড়ি ফিরতে চান না তিনি।
জানা গিয়েছে তরুণ পেশায় মেহেন্দি শিল্পী। ৬ মে তাঁদের বিয়েও ঠিক হয়েছে। বিয়ের আগেই ফের নতুন করে শুরু হয়েছে সমস্যা। মহিলার ওই বয়সে তরুণকে বিয়ে করতে পারছেন না কেউই। বাধ সাধছেন গ্রামবাসীরাও। খানিকটা ইতস্তত প্রেমিক নিজেও। যদিও বিয়েতে বাঁধা দিলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন ওই মহিলা।
ঘটনাটি শাহজাহানপুরের জালালাবাদ তহসিল এলাকার একটি গ্রামের। এক সপ্তাহ আগে নিজের প্রেমিকের বাড়িতে পৌঁছন ওই মহিলা। এরপরে বিষয়টি পুলিশের কাছে পৌঁছোয়। জানা গিয়েছে মহিলার স্বামী একটি ইটভাটায় কাজ করেন।
তিনি জানান, একদিন তিনি এবং তাঁর পুত্রবধূ নিজের স্ত্রীকে ওই ২০ বছরের যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। সবাই এতে আপত্তি জানালেও মহিলা প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেননি। দুজনেই ঘন ঘন একসঙ্গে দেখা করতেও শুরু করেন। মহিলার স্বামী এবং ছেলে এই বিষয়ে তীব্র আপত্তি জানালে ২৯ এপ্রিল, দুই ছোট সন্তানকে নিয়ে প্রেমিকের কাছে চলে যান তিনি।
পরিবারের সদস্যদের মতে, অনেক বোঝানোর পর, মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে গ্রামে ফিরে আসেন। কিন্তু বাড়িতে ফিরতে চাননি। এরপর বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। সবাই মহিলাকে বোঝানোর চেষ্টা করলেও রাজি হয়নি মহিলা। সূত্রের খবর বিয়ে নিয়ে মহিলার একগুঁয়েমিতে বিরক্ত প্রেমিকও। প্রেমিক জানিয়েছেন, তাঁর পিছন পিছন কাজের জায়গাতেও পৌঁছে গিয়েছিলেন ওই মহিলা। এখন মহিলা তাঁকে আত্মহত্যা করার ভয় দেখাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করা হয়নি।