
নয়া দিল্লি: বিয়ের ‘বয়স’ মাত্র ছ’দিন। হানিমুনে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর। প্রথমটা সব ঠিকই ছিল। কিন্তু তারপরই….। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নৌ-সেনার এক অফিসারের মৃত্যু। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন ওই নৌ-সেনা অফিসার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই সন্ত্রাসবাদী হামলা। আর তাতেই মৃত্যু হয় তাঁর।
নিহত অফিসারের নাম বিনয় নরওয়াল (২৬)। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল তাঁর। ছুটিতে স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। জানা যাচ্ছে, বিনয় ও তাঁর স্ত্রী দু’জনেরই মৃত্যু হয়েছে।
This is the moment when terrorists opened fire at innocent tourists in Pahalgam of South Kashmir. 28 innocents killed till now and 12 injured. pic.twitter.com/Pao7SvIDpv
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 22, 2025
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ প্রাণঘাতী হামলা চালায় জঙ্গিরা। নাম-পরিচয় জেনে ‘টার্গেট কিলিং’ তিরিশজনকে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন উপত্যকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও জঙ্গিকে রেয়াত করা হবে না। হামলার দায় স্বীকার TRF জঙ্গি গোষ্ঠীর। অপরদিকে, সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত দেশে ফিরছেন বলে জানা গিয়েছে।