Amit Shah: মমতা কেন্দ্রীয় মন্ত্রীর থাকার সময়ের চেয়েও কয়েকশ গুণ বেশি টাকা এখন বাংলা পাচ্ছে: শাহ

Jyotirmoy Karmokar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 25, 2025 | 11:37 PM

Amit Shah: এরপর মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। শাহের বক্তব্য চলাকালীন প্রতিবাদে ওয়াক আউট করে তৃণমূল। সেই সময়ই কটাক্ষ করে অমিত শাহ বলেন, "বাংলায় সরকার বদলেছে, কিন্তু ওয়াক আউটের রীতি বদলায়নি।" বস্তুত, বিজেপি-র সঙ্গে তৃণমূলের একাধিক ইস্যুতে অবস্থানগত পার্থক্য বরাবরই প্রকট থেকেছে।

Amit Shah: মমতা কেন্দ্রীয় মন্ত্রীর থাকার সময়ের চেয়েও কয়েকশ গুণ বেশি টাকা এখন বাংলা পাচ্ছে: শাহ
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে ফের তৃণমূলকে খোঁচা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সেই সময়ের থেকে কয়েকশ গুণ বেশি টাকা এখন পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময় এমনটাই দাবি শাহের।

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই লড়াইতে নামবে তৃণমূল। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। বাংলার শাসকদলের লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন, চব্বিশের লোকসভা নির্বাচনে তাদের পালে হাওয়া টেনেছে। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির রুপরেখা কী হবে তা সেই সময় ঠিক করা হবে জানিয়েছেন অভিষেক বলে খবর সূত্রের।

এরপর মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। শাহের বক্তব্য চলাকালীন প্রতিবাদে ওয়াক আউট করে তৃণমূল। সেই সময়ই কটাক্ষ করে অমিত শাহ বলেন, “বাংলায় সরকার বদলেছে, কিন্তু ওয়াক আউটের রীতি বদলায়নি।” বস্তুত, বিজেপি-র সঙ্গে তৃণমূলের একাধিক ইস্যুতে অবস্থানগত পার্থক্য বরাবরই প্রকট থেকেছে। কেন্দ্রের তোলা বিবিধ ইস্যুতে সহমত পোষণ করেনি তৃণমূল। তারা কক্ষ ত্যাগ করেছে। এ দিন এই বিষয়টিকেই তুলে ধরেছেন অমিত শাহ বলে মনে করা হচ্ছে।