গাজিয়াবাদ: বাড়ির অদূরে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে গিয়েছিল ১০ বছরের বালিকাটি। বিয়ের শোভাযাত্রা চলে যাওয়ার পর বালিকাটি একাকী হেঁটে বাড়ি ফিরছিল। তখন সেই এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিল দুই যুবক। তারা ছোট্ট বালিকাটিকে গাড়িতে করে বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। নিষ্পাপ বালিকাটিও আগুপিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। আর সেটাই ‘কাল’ হল। চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষিতা হল বালিকাটি। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের লোনি এলাকায়। তবে অভিযুক্তরা রেহাই পায়নি। গ্রেফতারির পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে বিদ্ধ হয় এক অভিযুক্ত।
পুলিশ জানায়, ১০ বছরের বালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবক নাজিম এবং তার ৫৮ বছরের সঙ্গী জাকিরকে গ্রেফতার করা হয়েছে। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। গত মঙ্গলবার নির্যাতিতার মা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার নাজিম ও জাকিরকে গ্রেফতার করা হয়েছে।
যদিও গ্রেফতারির পর এক কনস্টেবলের কোমর থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে সেটি উঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাজিম। তবে শেষরক্ষা হয়নি। এসিপি সূর্যবালি মৌর্য বলেন, পাল্টা গুলি চালানো হয়। তার (নাজিম) দু-পায়ে গুলি লেগেছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলন্ত গাড়িতে ১০ বছরের বালিকাকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর। অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই ধরনের লোকেদের নরকে পাঠানো উচিত এবং তাদের ঘর-বাড়ি ভেঙে ফেলা উচিত।