India-Pakistan Tension: ভারতে ঢুকতেই বেরিয়ে গেল ‘হাওয়া’! চিনা মিসাইল ছুড়ে ‘মুখ ঢাকছে’ পাকিস্তান
Operation Sindoor: শুধু হোসিয়ারপুরই নয়। পঞ্জাব প্রদেশের ভাটিন্ডা অঞ্চল থেকেও উদ্ধার হয়েছে একটি পাক মিসাইলের ধ্বংসাবশেষ। মিসাইলটি নিজের অভিযানে ব্যর্থ হলেও এখনও নিষ্ক্রিয় হয়নি।

নয়াদিল্লি: শুধুই সেনা পরিকাঠামো নয়। পাকিস্তানের ‘টার্গেটে’ এবার নিষ্পাপ ভারতীয় নাগরিকরা। শুক্রবার উদ্ধার হওয়া পাকিস্তানি মিসাইল দেখে আপাতত এই সন্দেহ পরিণত হয়েছে বাস্তবে।
এদিন পঞ্জাবের হোসিয়ারপুরের কামাহি দেবী থেকে উদ্ধার হয়েছে একটি পাক মিসাইলের ধ্বংসাবশেষ। নাম PL-15 BVRAAM। এই মিসাইল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল চিনের লাল ফৌজ। এবার সেই চিনা মিসাইল নিয়ে ভারতের আক্রমণের ছক কষছে পড়শি দেশ। নিশানা ভারতের সাধারণ নাগরিক।
শুধু হোসিয়ারপুরই নয়। পঞ্জাব প্রদেশের ভাটিন্ডা অঞ্চল থেকেও উদ্ধার হয়েছে একটি পাক মিসাইলের ধ্বংসাবশেষ। মিসাইলটি নিজের অভিযানে ব্যর্থ হলেও এখনও নিষ্ক্রিয় হয়নি। ভাটিন্ডারই একটি পুকুরে পড়ে রয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।
উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধে থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দুই দেশের মধ্যে। পাকিস্তান ভারতের ১৫টি সেনা পরিকাঠামোয় হামলা চালানোর চেষ্টা করে উপরন্তু পড়েছে পাল্টা বিপদে। ভারতের প্রত্যাঘাতে কেঁপে উঠে লাহোর থেকে ইসলামাবাদ। তবে কোনও মতেই পাকিস্তানের বিরুদ্ধে যে ভারত যুদ্ধে নামেনি, সেই বিষয়টাও বারংবার স্পষ্ট করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক শক্তিগুলিকে সাউথ ব্লক স্পষ্ট জানিয়েছে, আসলে এই হামলাগুলি পাকিস্তানের করা হামলার ভিত্তিতে মোক্ষম জবাব।
একদিক যেমন মিসাইল ছোড়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তেমন চেষ্টা চালাচ্ছে নিয়ন্ত্রণরেখাকে উত্তেজিত করারও। গত কয়েক দিনের মতোই শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। একাধিক জায়গায় গোলাগুলি চালাল পাক সেনা। জানা গিয়েছে, উরির ওপার থেকে ছোড়া গুলিতে প্রাণ গিয়েছে এক নির্দোষ কাশ্মীরি মহিলার।

