
সুরাট: কারখানায় আগুন লাগার পর থেকেই নিখোঁজ ছিলেন ৭ শ্রমিক। ঘটনার একদিন পর কারখানার ভিতর থেকেই ওই ৭ শ্রমিকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ভোরে গুজরাটের (Gujarat) সুরাট শহরে রাসায়নিক কারখানার (Chemical factory) ভিতর থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে।
সুরাটের কালেক্টর আয়ুশ ওয়াক জানান, সুরাটের সচিন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাসায়নিক কারখানা, ইথার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ইউনিটে বুধবার আগুন লাগে। বৃহস্পতিবার ভোরে সেই কারখানার ভিতর থেকেই নিখোঁজ ৭ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে একজন কোম্পানির স্থায়ী কর্মী এবং বাকি ৬ জন চুক্তিতে কাজ করতেন। প্ল্যান্টে আগুন লাগার পর থেকেই এঁরা নিখোঁজ ছিলেন। এছাড়া এই অগ্নিকাণ্ডে আরও ২৪ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, বুধবার দুপুর ২টো নাগাদ ইথার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ইউনিটে রাসায়নিকের একটি বড় ট্যাঙ্কে জোরাল বিস্ফোরণ ঘটে। তারপরই গোটা কারখানায় আগুন লেগে যায়। তারপর দমকলের ১৫টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ট্যাঙ্ক ফুটো হয়ে রাসায়নিক বেরিয়ে আসার ফলেই এই অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন সুরাটের দমকল আধিকারিক বসন্ত পারিক জানিয়েছেন।