Crime News: তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ কিশোরী, আবর্জনার স্তূপ সরাতেই হতভম্ব পুলিশ
Crime News: তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ৮ বছরের কিশোরী। তিনদিন পরে আবর্জনার স্তূপ থেকে মিলল দেহ।
হিসার: গত ১০ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিল ৮ বছরের এক কিশোরী। তিনদিন পর আবর্জনার ভ্যাট থেকে মিলল তার দেহ। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে হাত পা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার হয় একটি আবর্জনা থেকে। হরিয়ানার হিসারের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি কিশোরীর বাবা কাজে গিয়েছিলেন। তখন বাড়িতে মায়ের কাছেই ছিল কিশোরী। তারপরই হঠাৎ করেই কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না মেয়ের। কিশোরীর বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি কাজে বেরিয়েছিলেন। কাজের মধ্যেই হঠাৎ ফোন পান মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁর স্ত্রীই ফোন করে জানান, তিনি মেয়েকে খুঁজে পাচ্ছেন না। তারপর সকলেই কিশোরীর খোঁজ শুরু করেন। পুলিশকে খবর দেওয়া হয়। কিশোরীর বাবা পুলিশে অভিযোগও দায়ের করেন।
নিখোঁজ ডায়েরি পেয়েই পুলিশ তল্লাশি শুরু করে। তবে দু’দিন কোনও খোঁজ পাওয়া যায়নি তার। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই রবিবার সন্ধেবেলা একটি আবর্জনার স্তূপ থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। কিশোরীর হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। দেহ উদ্ধারের পরেই তা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খুনির মৃত্যুদণ্ড চেয়ে স্লোগান দিতে শুরু করেন কিশোরীর পরিবারের সদস্য ও অন্যান্যরা। সন্দেহভাজন ব্যক্তির নাম অমিত ওরফে মনু বলে জানা গিয়েছে। তিনি হিসারের সুন্দর নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।