Kulgam: নিখোঁজ কাশ্মীরি জওয়ানকে উদ্ধার করল কুলগাম পুলিশ, মেডিক্যাল চেকআপের পরই হবে জেরা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 04, 2023 | 7:10 AM

Kulgam missing soldier: ২৫ বছর বয়সী এই জওয়ান বাজার থেকে কিছু জিনিসপত্র কিনতে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। যে অল্টো গাড়িটি নিয়ে তিনি বেরিয়েছিলেন, সেটি পাওয়া গিয়েছিল পারাহল এলাকায় এক বাজারের কাছে। আশঙ্কা করা হয়েছিল, জঙ্গিরা সম্ভবত তাঁকে অপহরণ করেছে।

Kulgam: নিখোঁজ কাশ্মীরি জওয়ানকে উদ্ধার করল কুলগাম পুলিশ, মেডিক্যাল চেকআপের পরই হবে জেরা
২৯ জুলাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন জাভেদ আহমেদ ওয়ানি
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগাম থেকে গত সপ্তাহে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় সেনার জওয়ান, জাভেদ আহমেদ ওয়ানি। বৃহস্পতিবার, তাঁকে উদ্ধার করল কুলগাম পুলিশ। কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, বিজয় কুমার জানিয়েছেন, মেডিকেল চেকআপের পরই জিজ্ঞাসাবাদ করা হবে জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের এই রাইফেলম্যানকে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক্স করা হয়েছে, “নিখোঁজ সেনা জওয়ানকে উদ্ধার করেছে কুলগাম পুলিশ। মেডিকেল চেকআপের পরই যৌথ জিজ্ঞাসাবাদ শুরু হবে। পরে আরও বিশদ বিবরণ জানানো হবে: এডিজিপি কাশ্মীর।”

ছুটিতে কাশ্মীরের কুলগাম জেলায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন জাভেদ। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় হঠাৎ তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ২৫ বছর বয়সী এই জওয়ান বাজার থেকে কিছু জিনিসপত্র কিনতে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। যে অল্টো গাড়িটি নিয়ে তিনি বেরিয়েছিলেন, সেটি পাওয়া গিয়েছিল পারাহল এলাকায় এক বাজারের কাছে। আশঙ্কা করা হয়েছিল, জঙ্গিরা সম্ভবত তাঁকে অপহরণ করেছে।

মঙ্গলবার, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিআইজি দিলবাগ সিং জানিয়েছিলেন জাভেদের নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, কিছু মানুষ কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করছে। কুলগাম থেকে এই সৈনিকের নিখোঁজ হওয়া, এই ধরনেরই এক প্রচেষ্টা। এই সৈনিকের নিখোঁজের ঘটনায় বিদেশি সন্ত্রাসবাদীরা জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন ডিআইজি দিলবাগ সিং। তিনি জানিয়েছিলেন, দক্ষিণ কাশ্মীরে বিদেশি সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে তাঁদের কাছে খবর রয়েছে।

জাভেদের পরিবারের পক্ষ থেকে তাঁকে নিরাপদে মুক্ত করার আবেদন করা হয়েছিল। এর আগে, কাশ্মীরে বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ছুটিতে বাড়িতে আসা বেশ কয়েকজন সেনা সদস্যকে, ওই এলাকার সন্ত্রাসবাদীরা অপহরণ করেছে এবং পরে হত্যা করেছে। তবে, এই ক্ষেত্রে তা ঘটেনি।

Next Article