নয়া দিল্লি: ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার সঙ্গে মিজোরামের (Mizoram) ভোটের ফল প্রকাশিত হচ্ছে না। মিজোরামের ভোটের ফল (Vote result) প্রকাশের দিন বদল হল। ৩ ডিসেম্বর নয়, ৪ ডিসেম্বর মিজোরামের ভোট গণনা হবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার সঙ্গে মিজোরামের ভোটের দিন ঘোষিত হয় এবং ভোটের ফলাফল একই দিনে প্রকাশিত হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। আগামী ৩ ডিসেম্বর ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। বুধবারই ৫ রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এর একদিন পর শুক্রবার হঠাৎ করেই মিজোরামের ভোট গণনার আলাদা দিন ধার্য করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মিজোরামের বাসিন্দাদের কাছে রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিকে, বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের ভোটের ফল গণনার দিন স্থির হয়েছিল ৩ নভেম্বর, রবিবার। তাই সেদিন ভোট গণনা না করে সপ্তাহের অন্য যে কোনও দিন করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ এসেছিল। সেই অনুরোধ মেনেই ভোট গণনার দিন একদিন পিছিয়ে ৪ ডিসেম্বর, সোমবার করা হল।
প্রসঙ্গত, মিজোরামের বাসিন্দাদের বরিষ্ঠ অংশ হল খ্রিস্ট-ধর্মাবলম্বী। মিজোরামের খ্রিস্ট-ধর্মাবলম্বী MKHC সম্প্রদায়ের কাছে রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই সম্প্রদায়ের লোকেরা রবিবার পবিত্র দিন হিসাবে মনে করেন। ফলে এদিন প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা হয়। ফলে রবিবার ভোট গণনা হলে বিশেষ প্রার্থনা থেকে বিরত থাকতে হত। সেজন্য রবিবার ভোট গণনার দিন বদলের বিষয়ে নির্বাচন কমিশনের তরফে আবেদন জানানো হয়। যদিও নির্বাচন কমিশনের তরফে এই কারণটি স্পষ্ট করা হয়নি।