Manipur CM: মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

Manipur: গত কয়েক মাস ধরে কুকি ও মেইতি উপজাতির সংঘর্ষে অশান্ত ছিল মণিপুর। প্রায় চার মাস অশান্তি চলার পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। দিন কয়েক আগেই রাজ্যে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এর মধ্যে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে।

Manipur CM: মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা
মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা।

| Edited By: Sukla Bhattacharjee

Sep 28, 2023 | 10:55 PM

ইম্ফল: জনতার রোষের কবলে মণিপুরের মুখ্যমন্ত্রী! এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালাল বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ইম্ফলের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। যদিও হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না। ফলে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইম্ফলের হেইনগ্যাং এলাকায় মুখ্যমন্ত্রী এন.বীরেন সিংয়ের পুরানো বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা দুটি দলে ভাগ হয়ে দু-দিক দিয়ে মুখ্যমন্ত্রীর ওই বাড়ির দিকে এগিয়ে আসে। তবে বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরেই তাদের থামিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল পাঠায় এবং শূন্যে গুলি চালায় পুলিশ। তারপর গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফও নামানো হয়। ওই বাড়ির সামনে টায়ার পুড়িয়েও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অ্যাম্বুলেন্সও দেখা যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এক পুলিশ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ও তাঁর পরিবার অন্য একটি বাড়িতে থাকেন। সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে। এটি তাঁর পুরানো বাড়ি এবং এখানে কেউ থাকেন না। তবু বাড়িটির নিরাপত্তায় পুলিশকর্মী মোতায়েন রয়েছে। এদিন বিক্ষুব্ধ জনতার হামলার পর বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং বাড়ির সামনে অতিরিক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে থাকেন, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে কুকি ও মেইতি উপজাতির সংঘর্ষে অশান্ত ছিল মণিপুর। প্রায় চার মাস অশান্তি চলার পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। দিন কয়েক আগেই রাজ্যে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এর মধ্যে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের উদ্বেগ বেড়েছে।