AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi in Rajya Sabha: রাজ্যসভায় জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে দুষলেন মোদী

Modi in Rajya Sabha: এদিন জবাবি ভাষণে দেশের সবচেয়ে পুরনো জাতীয় দলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেসের থেকে সবকা সাথ, সবকা বিকাশ আশা করাই উচিত নয়।'

Modi in Rajya Sabha: রাজ্যসভায় জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে দুষলেন মোদী
সংসদে মোদীImage Credit: PTI
| Updated on: Feb 06, 2025 | 5:10 PM
Share

নয়াদিল্লি: রাজ্যসভায় কড়া সুর মোদীর গলায়। প্রতি কথায় নিশানা কংগ্রেসকে। প্রায় বরাবরের মতো এদিনও রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঠিক কী বললেন তিনি?

এদিন জবাবি ভাষণে দেশের সবচেয়ে পুরনো জাতীয় দলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসের থেকে সবকা সাথ, সবকা বিকাশ আশা করাই উচিত নয়। এটা যেমন ওদের ধারণার বাইরে, ঠিক তেমনই ওদের দলের আর্দশের মধ্য়ে পড়ে না। কারণ গোটা দলটাই টিকে আছে পরিবারতন্ত্রের উপর ভিত্তি করে।’

সকাল থেকেই সংসদ চত্বরে ‘পুশব্য়াক’ ইস্যুতে সুর চড়িয়েছিল কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে মোদীর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল অন্যান্য সাংসদরা। মূলত, আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরানোর পদ্ধতিকে ‘অমানবিক’ বলে তকমা দিয়েছিলেন তিনি।

গতকালই এই অবৈধ অভিবাসীদের দেশের ফেরানোর একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, হাতে-পায়ে কার্যত শিকল পরিয়ে সেদেশে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের নির্দিষ্ট প্লেনে তুলছে ট্রাম্পের প্রশাসন। আর সেই নিয়েই এদিন ক্ষোভ চড়ান রাহুল। তিনি প্রশ্ন তোলেন, এমন কাণ্ডের পরও কেন চুপ কেন্দ্র?

প্রসঙ্গত, জবাবি ভাষণে কংগ্রেসকে বিঁধে দেওয়া ছাড়াও তিনি বলেন, ‘গত বেশ কয়েকবছর ধরে অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতাভুক্ত সাংসদরা দাবি করছেন, যেন ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। কিন্তু বারংবারই সেই আবেদন খারিজ হয়ে এসেছে। অবশেষে আমরা সেই সম্প্রদায়ের দাবিকে সম্মান জানিয়ে তাদের আবেদন রাখতে চলেছি।’