Modi Cabinet: মাত্র ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা ঋণ পাবেন ‘বিশ্বকর্মা’রা! পিএম ই-বাস সেবাকেও অনুমোদন মন্ত্রিসভার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 16, 2023 | 4:54 PM

Vishwakarma Scheme and PM e-Bus Seva approved: বুধবার (১৬ অগস্ট), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকের পর, 'পিএম বিশ্বকর্মা' বা 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রীসভা। 'প্রধানমন্ত্রী ই-বাস পরিষেবা'কেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Modi Cabinet: মাত্র ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা ঋণ পাবেন বিশ্বকর্মারা! পিএম ই-বাস সেবাকেও অনুমোদন মন্ত্রিসভার
দুই বড় সিদ্ধান্ত মোদী মন্ত্রিসভার
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ‘পিএম বিশ্বকর্মা’ বা ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই প্রকল্পের অধীনে, প্রথম কিস্তিতে ‘উদার শর্তে’ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দ্বিতীয় কিস্তিতে আরও ২ লক্ষ টাকা দেওয়া হবে। জানা গিয়েছে, সুদ দিতে হবে মাত্র ৫ শতাংশ হারে। বুধবার (১৬ অগস্ট), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকের পর, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের সুবিধা পাবেন দেশের ৩০ লক্ষ কারিগর পরিবার। চলতি বছরের বাজেট প্রস্তাবেই বিশ্বকর্মা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নাপিত, স্বর্ণকার, ধোপার মতো গতানুগতিক দক্ষতাসম্পন্ন কারিগরদের সাহায্যার্থে এই প্রকল্প পরিকল্পনা করেছে সরকার।


মঙ্গলবার (১৫ অগস্ট), ৭৭তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী মাসে বিশ্বকর্মা জয়ন্তী। তিনি আরও জানান, ওই দিনই বিশ্বকর্মা প্রকল্প চালু করা হবে। এর জন্য সরকারের পক্ষ থেকে ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।


এদিন, ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদনের সঙ্গে সঙ্গে ‘প্রধানমন্ত্রী ই-বাস পরিষেবা’কেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে সারা দেশে প্রায় ১০,০০০ নতুন বৈদ্যুতিক বাস সরবরাহ করা হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এই ই-বাসগুলি তৈরি করা হবে। শুধু তাই নয়, এই প্রকল্পের অধীনে ১০ বছর পর্যন্ত বাসগুলির রক্ষণাবেক্ষণও করা হবে। এই প্রকল্পের জন্য ৫৭,৬১৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে, ২০,০০০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। ৩ লক্ষ বা তার বেশি জনসংখ্যা আছে, এমন ১৬৯টি শহরে এইবাস সরবরাহ করা হবে।

Next Article