Modi Meets Survivors: গভীর ভাবে শোকাহত মোদী! মনের ভার সরিয়ে সাক্ষাৎ একমাত্র জীবিতের সঙ্গেও

Air India Plane Crash: এদিন সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা ২৫ জন।

Modi Meets Survivors: গভীর ভাবে শোকাহত মোদী! মনের ভার সরিয়ে সাক্ষাৎ একমাত্র জীবিতের সঙ্গেও
মোদী গেলেন হাসপাতালেImage Credit source: PTI

|

Jun 13, 2025 | 11:51 AM

নয়াদিল্লি: বৃহস্পতিতে মৃত্যু মিছিল দেখল গোটা দেশ। একটা ঘটনা হাজারো পরিবারকে ঠেলে দিল অনিশ্চয়তার দিকে। গতকাল হওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালে পৌঁছে গেলেন তিনি। দেখা করলেন বিমান দুর্ঘটনায় আপাতত খুঁজে পাওয়া একমাত্র জীবিতের সঙ্গেও।

এদিন সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা ২৫ জন। যার মধ্যে একজন বিমানের মধ্যে থাকা যাত্রী। বাকিরা, বিমান আকাশ থেকে ভেঙে পড়ার ফলে আহত হয়েছেন।

আহতদের সঙ্গে সাক্ষাতের পর নিজের মনের কথাগুলি সমাজমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন তিনি লেখেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। এমন হৃদয়বিদারক ভাবে মানুষের মৃত্যু সহ্য়ের বাইরে। প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি এটাও জানি এই শূন্যতা পূর্ণ হওয়ার নয়।’

বিপর্যয়ে দুর্গতদের সঙ্গে সাক্ষাতের পর শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। ধ্বংসস্তূপের দৃশ্য থেকে আরও শোকাহত হয়ে পড়েন তিনি। পাশাপাশি, ঘটনাস্থলে কর্মরত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যারা পরিজন হারিয়েছেন তাদের পাশে আমরা সর্বদা রয়েছি। এদিন দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। ধ্বংসস্তূপটা যেন আমাকে আরও শোকের দিকে ঠেলে দিয়েছে। সেখানে কর্মরত বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্তাদের সঙ্গে সাক্ষাৎ। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’