PM Modi: মোদীর ম্যাজিকে বিশ্বমঞ্চে অসমের বাগুরুম্বা, ডিজিটাল দুনিয়ায় ভিউ ছাড়িয়ে গেল ২০ কোটির গণ্ডি
Assam's Bagurumba Dance: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই হয়েছিল এই বিশাল আয়োজন। গত ১৮ জানুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে বসে ‘বাগুরুম্বা ধৌ’ নৃত্যের আসর। অনুষ্ঠানটি কেবল একটি সাংস্কৃতিক সমাবেশ নয়, বরং বিশ্ব রেকর্ডের লক্ষ্যে এক বিশাল মহোৎসবে পরিণত হয়েছিল।

গুয়াহাটি: অসমের মুকুটে এবার নতুন এক পালক। মোদীর ম্যাজিকে বিশ্বমঞ্চে পৌঁছে গেল অসমের বাগুরুম্বা ধৌ নাচ। বিহু এবং ঝুমুরের সাফল্যের পর এবার অসমের বড়ো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই নাচ আগেই নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছিল। এবার পরিসংখ্যান বলছে, গত দুই দশকের মধ্যে গুগলে এই নাচ নিয়ে সার্চ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো এবং ছবি শেয়ার করেন। যা ইতিমধ্য়েই ২০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এর ফলে অসমের এই স্থানীয় শিল্পকলা এখন যেন এক নতুন ডিজিটাল ট্রেন্ডে পরিণত হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই হয়েছিল এই বিশাল আয়োজন। গত ১৮ জানুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে বসে ‘বাগুরুম্বা ধৌ’ নৃত্যের আসর। অনুষ্ঠানটি কেবল একটি সাংস্কৃতিক সমাবেশ নয়, বরং বিশ্ব রেকর্ডের লক্ষ্যে এক বিশাল মহোৎসবে পরিণত হয়েছিল। ১০ হাজারেরও বেশি বড়ো নৃত্যশিল্পী এবং বাদ্যকর একযোগে সরুসজাই স্টেডিয়ামে এই নাচ পরিবেশন করেন। যা দেখে মুগ্ধ হন প্রধামন্ত্রী। নিজের মুখেই বারবার বলেছিলেন সে কথা। এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে সেই অনুষ্ঠান দেখে মুগ্ধ হচ্ছে গোটা বিশ্ব।
বর্তমানে নতুন রেকর্ড দেখে অনেকেই বলছেন, বিগত বছরগুলিতে বিহু এবং ঝুমুর নৃত্য যে উচ্চতায় পৌঁছেছিল, বাগুরুম্বা ধৌ সেই রেকর্ডকেও ছাপিয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ ঐতিহ্য বিশ্ব আঙিনায় আরও একবার নতুন ছন্দে ডানা মেলবে বলেই মনে করা গচ্ছে। এই বিশাল প্রচার বড়োভূমির শান্তি ও উন্নয়নের বার্তাকে বিশ্বের কোণায় কোণায় পৌঁছে দিয়েছে। যা ভারতের অভ্যন্তরীণ সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী তো করলই, একইসঙ্গে অসমের পর্যটন শিল্পকেও এক নতুন মাত্রা দেবে বলে মত ওয়াকিবহাল মহলের।
