Odisha new CM: জল্পনার অবসান, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন এই চারবারের বিধায়ক

Jun 11, 2024 | 9:16 PM

Odisha new CM: ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন চরণ মাঝি। মঙ্গলবার (১১ জুন), বিকেলে চারবারের এই বিধায়ককেই বিজেপির পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল বিজেপির বিধানসভা দল। বৈঠকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দর যাদব।

Odisha new CM: জল্পনার অবসান, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন এই চারবারের বিধায়ক
ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি
Image Credit source: ANI

Follow Us

ভুবনেশ্বর: সব জল্পনার অবসান। ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন চরণ মাঝি। মঙ্গলবার (১১ জুন), বিকেলে চারবারের এই বিধায়ককেই বিজেপির পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল বিজেপির বিধানসভা দল। বৈঠকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দর যাদব। উপমুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা-র। রাজ্য বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের ফলে, বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসনকালের অবসান ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০০০ এবং ২০০৪ সালে বিজে়ডির জোট সঙ্গী হিসেবে সরকারের অংশ ছিল বিজেপি। তবে এইবারই প্রথম, নরেন্দ্র মোদীর দল একক শক্তিতে ওডিশায় সরকার গঠন করছে।

কেওনঝড় আসনে, ৮৭,৮১৫ ভোটের বিশাল ব্যবধানে বিজেডির মিনা মাঝিকে পরাজিত করেছেন মোহন চরণ মাঝি। বস্তুত, ২০০০ সাল থেকেই এই আসনটি তাঁর দখলে রয়েছে। এই আসন থেকে এইবার নিয়ে পরপর চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ৪ জুন ফল প্রকাশের এক সপ্তাহ পর, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানা গেল। ১৪৭ টি বিধানসভা আসনের মধ্যে এবার বিজেপি ৭৮টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। গত ২৪ বছর ধরে শাসন করা, নবীন পট্টনায়কের বিজু জনতা দল পেয়েছে ৫১টি আসন। এছাড়া, কংগ্রেস ১৪টি, সিপিআইএম ১টি আসনে জিতেছে এবং আরও ৩ জন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন।


প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী করা হতে পারে বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। কিন্তু, গত ৯ জুন, তৃতীয় মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তারপর থেকে জল্পনা চলছিল চারটি নাম নিয়ে – মনমোহন সামাল, সুরেশ পুজারী, কেভি সিং দেও এবং মোহন চরণ মাঝি। মনে করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামালই। কিন্তু, শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল মোহন চরণ মাঝির।

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ, ১২ জুনই শপথ গ্রহণ করবেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রি পরিষদ।
ওড়িশা সরকার জানিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ১২ জুন দুপুর ১টার পর, ভুবনেশ্বরের সমস্ত রাজ্য সরকারি অফিস এবং আদালতগুলি বন্ধ থাকবে। ভুবনেশ্বরে অর্ধদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ১২ জুন বিকেল পৌনে পাঁচটায় ভুবনেশ্বরের জনতা ময়দানে শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য, বুধবার দুপুর আড়াইটায় তিনি ভুবনেশ্বরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে যাওয়ার কথা তাঁর। এছাড়া, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা, এবং ওড়িশার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর জন্য, জনতা ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছে ওড়িশা পুলিশ।

 

Next Article