Monkey Attack: পেট চিরে পাকস্থলী বের করে নিল হনুমান, ১০ বছরের ছেলের মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 15, 2023 | 7:30 AM

Gujrat: এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন গ্রামের লোকজন। প্রায় প্রতিটি ঘরেই বাচ্চা রয়েছে। এমন হামলা আবারও যেকোনও সময়ই হতে পারে বলে ভয় পাচ্ছেন তাঁরা। চোখের সামনে এক তরতাজা একটা বাচ্চার এমন করুণ পরিণতি ভাবতেই পারছেন না গ্রামের লোকজন। বনদফতর আরও সক্রিয় হয়ে পদক্ষেপ করুক, দাবি তাদের। 

Monkey Attack: পেট চিরে পাকস্থলী বের করে নিল হনুমান, ১০ বছরের ছেলের মৃত্যু
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

গুজরাট: শিউরে ওঠার মতো ঘটনা গুজরাটে। ১০ বছরের বাচ্চা খেলা করছিল বন্ধুর সঙ্গে। আচমকাই সেখানে হানা দেয় হনুমান। এরপরই ১০ বছরের ওই শিশুর পেট চিরে পাকস্থলী বের করে নেয়। গুজরাটের গান্ধীনগরের ঘটনা।

দেহগাম তালুকের সালকি গ্রাম। সেখানে একটি মন্দিরের সামনে দীপক ঠাকুর নামে ওই বাচ্চাটি খেলা করছিল। সঙ্গে তার বন্ধুরাও ছিল। পুলিশ জানিয়েছে, ‘বাচ্চাটির উপর হামলে পড়ে হনুমান। এরপরই পাকস্থলী বের করে আনে পেটের ভিতর থেকে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দীপককে মৃত বলে ঘোষণা করেন।’

জানা গিয়েছে, এই গ্রামে এক সপ্তাহের মধ্যে তিনবার হামলা চালাল হনুমান। বনদফতরের তরফে বিশাল চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে আমরা ২টি বাঁদরকে ধরেছি। খাঁচাতেও রাখা হয়েছে। গ্রামে বাঁদর হনুমানের একটা দল রয়েছে। সেই দলটি যথেষ্ট বড়। চারজন পূর্ণ বয়স্ক। গত এক সপ্তাহে এই দলটিই হামলা চালিয়েছে।’

এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন গ্রামের লোকজন। প্রায় প্রতিটি ঘরেই বাচ্চা রয়েছে। এমন হামলা আবারও যেকোনও সময়ই হতে পারে বলে ভয় পাচ্ছেন তাঁরা। চোখের সামনে এক তরতাজা একটা বাচ্চার এমন করুণ পরিণতি ভাবতেই পারছেন না গ্রামের লোকজন। বনদফতর আরও সক্রিয় হয়ে পদক্ষেপ করুক, দাবি তাদের।

Next Article