
নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। ১৬টি বিরোধী দল প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনের তারিখ ঘোষণা করল কেন্দ্র। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়ে দিলেন, আগামী ২১ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলবে আগামী ১২ অগস্ট পর্যন্ত। প্রশ্ন উঠছে, বাদল অধিবেশন শুরুর দিন ঘোষণা করে কি বিরোধীদের বিশেষ অধিবেশনের দাবি কার্যত নাকচ করে দিল মোদী সরকার?
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গত ৭ মে অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। যোগ্য জবাব দেয় ভারত। শেষে পাকিস্তান সেনার ডিজিএমও ভারতীয় সেনার ডিজিএমও-কে ফোন করার পর গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কেন্দ্রের যেকোনও পদক্ষেপে তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছিল বিরোধী দলগুলি। বিশ্বের দরবারে অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, অপারেশন সিঁদুর ও তৎপরবর্তী সংঘাত ও ঘটনাপরম্পরা সম্পর্কে সবার আগে জানার অধিকার রয়েছে দেশের মানুষের। প্রতিনিধি দলগুলি দেশে ফিরে এলে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানান তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। এমনকি, ১৬টি বিরোধী দল সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
এই পরিস্থিতিতে এদিন কিরেণ রিজিজু জানান, সংসদের বাদল অধিবেশন আগামী ২১ জুলাই থেকে শুরু হবে। তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির সুপারিশ মেনে ২১ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। অর্থাৎ বাদল অধিবেশনের আর মাস দেড়েক বাকি। রাজনীতির কারবারিরা বলছেন, বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর বিশেষ অধিবেশনের সম্ভাবনা কার্যত আর রইল না। তবে সরকারের তরফে এখন বিরোধীদের দাবি নিয়ে কিছু বলা হয়নি।