
নয়াদিল্লি: চালু হয়ে এক মাসও হয়নি। তার আগেই বন্দে ভারত স্লিপার নিয়ে নয়া ভাবনা কেন্দ্রীয় রেলমন্ত্রকের। যাত্রীদের কথা মাথায় রেখে কোচের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ভারতীয় রেল। ট্র্য়াকে নামানো হবে বাড়তি কোচ-বিশিষ্ট বন্দে ভারত। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্য়াকরিতে তৈরি হবে সেই কোচগুলি।
বর্তমানে বন্দে ভারত স্লিপারে মোট কোচের সংখ্য়া ১৬টি। যাতে বার্থ রয়েছে মোট ৮২৩টি। কিন্তু বাড়ন্ত চাহিদার কথা মাথায় রেখে, যাত্রীদের সুবিধার্থে ২৪ কোচ-বিশিষ্ট বন্দে ভারতকে ট্র্য়াকে নামাতে চায় ভারতীয় রেল। যাতে বার্থের সংখ্য়া থাকবে মোট ১ হাজার ২২৪টি। অর্থাৎ আগের তুলনায় অনেকটাই বাড়বে যাত্রী-ধারণ ক্ষমতা। যাত্রী বাড়লে বাড়বে পরিষেবা প্রদানের দায়িত্বও। তাই একটি কোচ নির্ধারণ করা হবে প্যান্ট্রি কার হিসাবে। যাতে যাত্রীদের খাওয়াদাওয়া-সহ অন্য় সকল পরিষেবায় কোনও সমস্যা না হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানিয়েছেন, ‘এই ২৪ কোচ-বিশিষ্ট বন্দে ভারত স্লিপারের নকশা তৈরি হয়ে গিয়েছে। এই বছর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি প্রোটোটাইপ তৈরি করে ট্র্য়াকে নামিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে, এই পরিকল্পনা সফল হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।’
সূত্রের খবর, এই ২৪টি কোটের মধ্য়ে ১৭টি কোচ ধার্য করা হয়েছে এসি-৩ টায়ার বা তৃতীয় শ্রেণির জন্য। পাঁচটি ধার্য করা হয়েছে এসি-২ টায়ার বা দ্বিতীয় শ্রেণির জন্য। একটি থাকবে এসি ফার্স্ট ক্লাস এবং একটি থাকবে এসি প্যান্ট্রি কার। বলে রাখা প্রয়োজন, ২৪ কোচ-বিশিষ্ট বন্দে ভারতে নজিরবিহীন সিদ্ধান্ত এই এসি প্যান্ট্রি কার। যা সাধারণ ভাবে খাবারের গুনগতমানকে ধরে রাখতেই তাতে কোনও সন্দেহ নেই। এছাড়াও থাকবে ওয়াই-ফাই।