নিজের ছেলেমেয়েদের হাতে মালিকানা তুলে দেবেন না মুকেশ অম্বানী। ফাইল চিত্র।
সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট থেকে গুজব তৈরি হয়েছে যে অম্বানী পরিবার লন্ডনে চলে যাচ্ছে। কিন্তু রিলায়েন্স জানাচ্ছে, আম্বানী পরিবারের এমন কোনও পরিকল্পনা নেই। মুম্বইতে আল্টামাউন্ট রোডে আম্বানীর বাড়ি অ্যান্টিলিয়ার কথা সবাই জানে। সেটা প্রসাদের থেকেো অনেক বেশি। তবে এবার তিনি ব্রিটেনে নিজেদের প্রাসাদ কিনেছেন বলে সূত্রের খবর। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। খুব তাড়াতাড়ি নাকি লন্ডনের বাকিংহামশেয়ারের স্টোক পার্কের বাড়িতে আম্বানী পরিবার চলে যাবে, এমনটাই শোনা যাচ্ছিল।
বিভিন্ন সংবাদমাধ্যমে সেই বাড়ির ছবি ও বর্ণনাও দেখা গিয়েছে। জানা গিয়েছে, বাড়িটি চলতি শুরুর দিকে মুকেশ কিনেছেন। দাম পড়েছে ৫৯২ কোটি টাকায়। জানা গিয়েছে, যে প্রাসাদ তিনি কিনেছেন, সেখানে নাকি শোবার ঘরই রয়েছে ৪৯ খানা। এ ছাড়াও রয়েছে ছোটখাটো একটি হাসপাতাল যার দায়িত্বে রয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক। একটি পাঁচতারা মানের হোটেল এবং তিনটি রেস্তোরাঁও রয়েছে বাড়ির চত্বরের মধ্যেই। সেই সঙ্গে মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়ার আদলে একটি মন্দিরও তৈরি করা হয়েছে ওই প্রাসাদে। ওই প্রাসাদ চত্বরে রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ২৭ হোলের গল্ফ কোর্স।
লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের ৯০০ বছরের প্রাচীন এই প্রাসাদ একসময় বসবাসের জন্য ব্যবহৃত হলেও ১৯০৮ সাল থেকে কানট্রি ক্লাব হিসেবে ব্যবহৃত হত। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বাড়িতে জেমস বন্ডের দু’টি ছবি ‘গোল্ডফিঙ্গার’ এবং ‘টুমরো নেভার ডাই’-এর শ্যুটিংও হয়েছে।