Mukul Sangma: ‘সংবিধান মেনেই তৃণমূলে যোগ’, মেঘালয়ের অধ্যক্ষের শো-কজ়ের জবাব সাংমার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 08, 2021 | 9:46 PM

Mukul Sangma replies to Show cause notice: সংবিধানের দশম তপসিলের চতুর্থ অনুচ্ছেদ মেনেই কংগ্রেসের সাংসদরা তৃণমূলে যোগ দিয়েছেন। সাফাই মুকুল সাংমা।

Mukul Sangma: সংবিধান মেনেই তৃণমূলে যোগ, মেঘালয়ের অধ্যক্ষের শো-কজ়ের জবাব সাংমার
তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে কী বলছেন মুকুল সাংমা (ফাইল ছবি)

Follow Us

শিলং : কিছুদিন আগেই কংগ্রেসের ঘর প্রায় ফাঁকা করে দিয়ে তৃণমূলে নাম লিখিয়েছেন মেঘালয়ের ১০ সাংসদ। আর তারপরেই মেঘালয় বিধানসভার অধ্যক্ষ মেটবা লিঙ্গডো প্রত্যেক বিধায়ককে এই দল বদলের কারণ দেখানোর নির্দেশ দিয়েছিলেন। বুধবার সেই শো-কজ় নোটিসের প্রেক্ষিতে প্রত্যেক বিধায়ক আলাদা আলাদাভাবে জবাব দিয়েছেন।

উল্লেখ্য, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮ থেকে কমে ৬-এ এসে দাঁড়িয়েছে। আর তাই নিয়েই বেজায় চটে ছিল কংগ্রেস। সোজা অভিযোগ জানিয়েছিল বিধানসভার স্পিকারের কাছে। সংবিধানের দশম তপসিল অনুযায়ী, ১০ বিধায়কের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছিল কংগ্রেস।

এই নিয়ে আজ বিধানসভার অধ্যক্ষকে পৃথক পৃথক ভাবে জবাব জমা দেওয়ার পর মুকুল সাংমা জানান অধ্যক্ষকে জানান,সংবিধানের দশম তপসিলের চতুর্থ অনুচ্ছেদ মেনেই কংগ্রেসের সাংসদরা তৃণমূলে যোগ দিয়েছেন। অর্থাৎ, তাঁরা সংবিধান মেনেই সব করেছেন।

বিধায়ক পদ খারিজের আবেদন জানানোর জন্য কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মুকুল সাংমা। বলেন,”১০ জন বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে তাতে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। সত্যের বিকৃতি করে একটি মন গড়া গল্প তুলে ধরার চেষ্টা ছাড়া কিছুই নয়।”

কংগ্রেস বিধায়ক দলের নেতা আমপারিন লিঙ্গডো জানিয়েছেন, অন্য দুই দলবদলু বিধায়ক চার্লস পিংগ্রোপ এবং শিটলাং পালের বিরুদ্ধে শীঘ্রই পৃথক পিটিশন দায়ের করা হবে।

উল্লেখ্য, ২৫ নভেম্বর তৃণমূলে আসার পর সাংমা বলেছিলেন, “আমরা নির্বাচনে পরাজয়ের জন্য অংশগ্রহন করছি। এটা চলতেই পারে। কংগ্রেসের এই মনোভাবের কারণেই আমরা ওই দল ছেড়ে বেরিয়ে এসেছি।”

সাংমা গত নির্বাচনে পরাজয়ের কারণও বিশ্লেষণ করেন। তিনি জানিয়েছেন, বিগত কয়েকবছরে বিভিন্ন রাজ্যে কংগ্রেস দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু সেই দুর্বলতা থেকে শক্তি বাড়ানোরস কোনও পরিকল্পনা কংগ্রেসের নেই।

তিনি আরও জানিয়েছিলেন, ‘কংগ্রেস দলে কোনও আশার আলো দেখা যাচ্ছে না। হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ হয়ে পড়েছে। তাদের পক্ষেই আমাদের এই সিদ্ধান্ত।’ আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গোটা মেঘালয় জুড়ে তৃণমূলের পতাকা উড়বে বলে উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিধায়কেরা। দলের বিধায়করা চার্লস পিনগ্রোপকে দলের মেঘালয়ের ইউনিটের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন। তার আগেই মুকুল সাংমা বিধানসভায় দলের নেতা মনোনীত হয়েছিলেন।

মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক ভূমিকা, তাঁদের দল পরিচালনার ধরন নিয়ে অসন্তুষ্ট। এমনকি কিছুদিন যাবৎ, কংগ্রেসের অন্দরেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে খবর। তার পরেই এল সাংমা সহ মেঘালয়ের ১২ কংগ্রেস দলত্যাগ করেন।

আরও পড়ুন : UP Assembly Election 2022: ইলেকট্রিক স্কুটি, স্মার্টফোন… যোগী রাজ্যে মহিলাদের ঢালাও প্রতিশ্রুতি প্রিয়ঙ্কার

 

Next Article