
নয়াদিল্লি: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন সব পক্ষ। বৃষ্টি, ঝড়-জল, সর্বোপরি ফুঁসছে তিস্তাও। আর এই সব মিলিয়ে উত্তরে আকাশের ঘনীভূত হয়েছে বিপর্যয়। যা নিয়ে একাধারে যেমন চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনই চিন্তিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবারই উত্তরবঙ্গের বিপর্যয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘দার্জিলিঙে সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি মর্মাহত। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আমি আশা রাখি, আপনাদের এই ক্ষত সেরে যাবে।’ মোদীর সংযোজন, ‘দার্জিলিং ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে। ধসের কারণে পাহাড় হয়েছে বিচ্ছিন্ন। আমরা গোটা পরিস্থিতির উপরেই নজর রেখেছি। দুর্গতদের যাবতীয় সাহায্য পৌঁছে দিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
Deeply pained by the loss of lives due to a bridge mishap in Darjeeling. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
The situation in Darjeeling and surrounding areas is being closely monitored in the wake of heavy rains and landslides. We…
— Narendra Modi (@narendramodi) October 5, 2025
শুধুই প্রধানমন্ত্রীই নয়। উত্তরের লাগাতর বৃষ্টি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সর্বক্ষণ মনিটরিং চলছে বলেই তিনি জানিয়েছেন। এদিন টিভি৯ বাংলাকে ফোনে মমতা বলেন, ‘আমি সকাল ৬টা থেকে মনিটর করছি। মৃত্যুর ঘটনায় সত্যিই মর্মাহত। পাঁচটা জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছি।’
উত্তরের এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই সংখ্যা যে একেবারে নিশ্চিত, তা বলা সম্ভব নয়। কারণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মৃ্ত্যুর সংখ্যা। এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘সেফ হাউসে বহু মানুষকে পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে তারা যাতে বাড়ি পায় সেটা দেখব। আর যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবার যাতে চাকরি পায় আমরা তা দেখে নেব।’