Pakistan Drones: ‘ভারতের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে পাকিস্তান’, কীভাবে জানাল সেনা

Pakistan Drones: ভারত শুধু জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করলেও পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে চলেছে। মিসাইল ছুড়ছে। ড্রোন হামলা চালাচ্ছে। পাকিস্তান সেনার হামলার নিশানায় সীমান্তের সাধারণ মানুষও। ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে।

Pakistan Drones: ভারতের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে পাকিস্তান, কীভাবে জানাল সেনা
অমৃতসরের আকাশে পাকিস্তানের ড্রোনImage Credit source: X handle

May 10, 2025 | 12:19 PM

নয়াদিল্লি: কাপুরুষের মতো বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তগুলিতে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। ছাড় পাচ্ছে না সাধারণ মানুষও। পঞ্জাবের অমৃতসরে একাধিক ড্রোন হামলা চালায় পাক সেনা। তবে প্রত্যেকটি হামলাই প্রতিহত করেছে ভারতীয় সেনা। অমৃতসরে প্রত্যেকটি পাকিস্তানের ড্রোন ধ্বংস করা হয়েছে। একটি ভিডিয়ো শেয়ার করে জানাল ভারতীয় সেনা। পাকিস্তান সেনার এই ড্রোন হামলা কোনওমতেই মেনে নেওয়া যায় না বলেও কড়া বার্তা দিয়েছে ভারত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোতে আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ মানুষের উপরও আঘাত হানা হয়নি।

ভারত শুধু জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করলেও পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে চলেছে। মিসাইল ছুড়ছে। ড্রোন হামলা চালাচ্ছে। পাকিস্তান সেনার হামলার নিশানায় সীমান্তের সাধারণ মানুষও। ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করেছে পাকিস্তানের প্রত্যেকটি ড্রোন।

শনিবার ভারতীয় সেনার তরফে জানানো হয়, অমৃতসরে একাধিক ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান সেনা। অমৃতসর থেকে পাকিস্তান সীমান্ত খুব বেশি দূরে নয়। সেই অমৃতসরের আকাশেই একাধিক পাক ড্রোন দেখা যায়। ড্রোনগুলি ধ্বংস করে ভারতের আকাশ প্রতিরক্ষা ইউনিট। পাক ড্রোন ধ্বংস করার ভিডিয়ো শেয়ার করে ভারতীয় সেনা বলে, “পাকিস্তান নির্লজ্জভাবে আমাদের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালাচ্ছে। আজ ভোর ৫টা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টনমেন্টের আকাশে একাধিক পাকিস্তানের ড্রোন দেখা যায়। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনগুলি ধ্বংস করেছে।” পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনা বলে, “পাকিস্তান নির্লজ্জভাবে ভারতের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে। ভারতীয় নাগরিকদের উপর হামলার চেষ্টা করছে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

পাকিস্তান হামলা চালালে তার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। সেই পাকিস্তানের হামলার জবাব দিয়ে সীমান্তে একাধিক পাক সেনার পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। জঙ্গিদের ব্যবহৃত একটি লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।