Flight Divert: যাওয়ার কথা ছিল গুয়াহাটি, পৌঁছে গেলেন ভিনদেশে! তাজ্জব যাত্রীরা
Fog Problem: মুম্বই থেকে বিমানে উঠেছিলেন যাত্রীরা। কিন্তু বিমান যখন অবতরণ করল, তখন শুনলেন অন্য জায়গায় চলে এসেছেন। ভিন রাজ্য নয়, সোজা ভিন দেশেই পৌঁছে গিয়েছেন। গোটা ঘটনায় হতবাক যাত্রীরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য বাধ্য হয়েই তাঁদের বসে থাকতে হল বিমানে।
মুম্বই: যাওয়ার কথা ছিল গুয়াহাটি (Guwahati)। সেই মতোই মুম্বই থেকে বিমানে উঠেছিলেন যাত্রীরা। কিন্তু বিমান যখন অবতরণ করল, তখন শুনলেন অন্য জায়গায় চলে এসেছেন। ভিন রাজ্য নয়, সোজা ভিন দেশেই পৌঁছে গিয়েছেন। গোটা ঘটনায় হতবাক যাত্রীরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য বাধ্য হয়েই তাঁদের বসে থাকতে হল বিমানে। কেন এমন ঘটল জানেন?
মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই৫৩১৯ বিমান। কিন্তু ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম হওয়ার কারণে বিমানটির রুট ঘুরিয়ে দিতে হয়। বিমানটি গুয়াহাটির বদলে বাংলাদেশের ঢাকায় অবতরণ করে। ইন্ডিগোর তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করতে হয়েছে। তবে একটি বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে গুয়াহাটিতে বিমানটিকে আনা হয়েছে। যাত্রীদের বিমানে যাবতীয় খাবার-দাবারের ব্যবস্থাও করা হয়েছিল।
“I took @IndiGo6E flight 6E 5319 from Mumbai to Guwahati. But due to dense fog, the flight couldn’t land in Guwahati. Instead, it landed in Dhaka. Now all the passengers are in Bangladesh without their passports, we are inside the plane,” posts @SurajThakurINC. pic.twitter.com/J7IgBBCqqc
— Press Trust of India (@PTI_News) January 13, 2024
কংগ্রেস নেতা সূরজ সিং ঠাকুরও ওই বিমানে ছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমি মুম্বই থেকে গুয়াহাটির বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি গুয়াহাটিতে ল্যান্ড করতে পারেনি। বরং ঢাকায় বিমানটি অবতরণ করে। এখন সব যাত্রীরা বিনা পাসপোর্টেই বাংলাদেশে পৌঁছে গিয়েছে, আমরা বিমানের ভিতরে বসে।”
Finally landed in Guwahati. After a 12 hour flight, I would have hoped to reach Europe but I’m happy to be in Guwahati. Mera Desh Mahaan. Thanks @IndiGo6E
Now heading Towards Bharat Jodo Nyay Yatra #BharatJodoNyayYatra 🇮🇳
— Suraj Singh Thakur (@SurajThakurINC) January 13, 2024
শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ অবশেষে বিমানটি ঢাকা থেকে ফিরে, সঠিক গন্তব্য গুয়াহাটিতে অবতরণ করে।