Bizarre: মৃত্যুর ২ দিন পর প্রতারণার মামলায় জামিন অভিযুক্তর
Mumbai Man: ৯ মে তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি হয়েছে আদালতে। সে দিন শুনানির পরই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর ২ দিন পর অতিরিক্ত দায়রা বিচারক বিশাল এস গাইকে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। বিশাল রিয়াল এস্টেট এজেন্ট ছিলেন। জাল নথি দেখিয়ে সম্পত্তি বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
মুম্বই: ৬২ বছরের এক ব্যক্তি প্রতারণা মামলায় জেলে ছিলেন। মধুমেহ এবং বয়স জনিত রোগের কারণে ভুগছিলেন তিনি। জামিনেরও আবেদন করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর ২ দিন পর আদালত জামিন দিয়েছেন ওই ব্যক্তিকে। ‘শারীরিক অসুস্থতা ও মানবিকতার খাতিরে’ ওই ব্যক্তিকে জামিন দেয় আদালত। জমি-জায়গা প্রতারণা মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুরেশ পাওয়ার। ৯ মে তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি হয়েছে আদালতে। সে দিন শুনানির পরই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর ২ দিন পর অতিরিক্ত দায়রা বিচারক বিশাল এস গাইকে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। বিশাল রিয়াল এস্টেট এজেন্ট ছিলেন। জাল নথি দেখিয়ে সম্পত্তি বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
২০২১ সালের ৩১ ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন অভিযুক্ত সুরেশ। মধুমেহতে আক্রান্তের পাশাপাশি বয়স জনিত একাধিক রোগে ভুগছিলেন তিনি। এ বছর ফেব্রুয়ারি মাসে পায়ের পাতায় আঘাত পান। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল জেজে হাসপাতালে। পরে অবশ্য হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাঁকে। কিন্তু পায়ের পাতার সমস্যা ফের বেড়েছিল এবং সেখানে পচন ধরেছিল। এর জেরে ওই অঙ্গ অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। সে সময় আদালত সুরেশের যথাযথ চিকিৎসা করানোর জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।
এরপর ফের সুরেশে পায়ের ক্ষত জটিল আকার ধারণ করে। এর পাশাপাশি তাঁর ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছিল। উন্নত চিকিৎসা করানোর জন্য জামিনের আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি হয় ৯ মে। কিন্তু ঘটনাচক্রে সে দিনই মৃত্যু হয় প্রতারণায় অভিযুক্ত ওই ব্যক্তির। এই শুনানির ২ দিন পর অভিযুক্তের শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে জামিন দেয় মুম্বইয়ের আদালত। কিন্তু সেই নির্দেশ আসার আগেই মৃত্যু হয়েছে সুরেশের।