
মুম্বই: মুম্বই শহর জুড়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের হুমকি। শুক্রবার (২ ফেব্রয়ারি), সাত সকালে হুমকিমূলক বার্তা এল মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে। বার্তায় বলা হয়েছে, মুম্বইয়ের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা রাখা হয়েছে। এই হুমকি পাওয়ার পরই হইচই পড়ে গিয়েছে মুম্বই পুলিশ মহলে। গোটা পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কোথা থেকে এই বার্তা পাঠানো হয়েছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েক মাসে মুম্বইয়ে একের পর এক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে, প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ওই হুমকি ভুয়ো ছিল। ৬ জানুয়ারি, ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল কোলাবায় অবস্থিত ছত্রপতি শিবাজি সংগ্রহালয় এবং ওরলির নেহরু বিজ্ঞান কেন্দ্রে। ইমেইলে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট স্থান দুটিতে যা যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। তবে, বম্বে ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং মুম্বই পুলিশের ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক কিছু পায়নি। পরে, ওই হুমকি ইমেল পাঠানোর দায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করে মুম্বই পুলিশ। তবে, কে ওই ইমেইল পাঠিয়েছিল, তা আজও জানা যায়নি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।