অম্বানীকাণ্ডের জেরে বড় রদবদল পুলিশ মহলে, মুম্বইয়ের নয়া কমিশনার হেমন্ত নাগরালে
২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার কাণ্ডে তদন্তকারী অফিসার সচিন ভাজ়ের গ্রেফতারির পরই তড়িঘড়ি বদল আনা হল সম্পূর্ণ পুলিশ মহলেই। কমিশনার ছাড়াও অন্যান্য শীর্ষ আধিকারিকদেরও বদলি করা হয়েছে বলে জানান অনিল দেশমুখ(Anil Deshmukh)।
মুম্বই: শিল্পপতি মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধারকাণ্ডে পুলিশকর্মী সচিন ভাজ়ের গ্রেফতারের পরই তড়িঘড়ি বদলি করা হল মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং(Param Bir Singh)-কে। নতুন কমিশনার পদে দায়িত্ব নিচ্ছেন হেমন্ত নাগরালে(Hemant Nagrale), বুধবার টুইটে এমনটাই জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ(Anil Deshmukh)।
অনিল দেশমুখ জানান, পরমবীর সিংকে সরিয়ে পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে হেমন্ত নাগরালেকে। এবার থেকে মহারাষ্ট্রের হোম গার্ড দফতরের দায়িত্ব সামলাবেন পরমবীর সিং। মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল হেমন্ত নাগরালে দায়িত্ব সামলাবেন পুলিশ কমিশনারের। এছাড়াও রাজনীশ শেঠ এডিজিপির দায়িত্ব সামলাবেন। সঞ্চয় পাণ্ডে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।
सरकारचा मोठा निर्णय श्री हेमंत नगराळे होणार नवे मुंबई पोलीस आयुक्त श्री रजनीश शेठ यांच्या कडे पोलीस महासंचालक महाराष्ट्र राज्य या पदाचा अतिरिक्त कार्यभार श्री संजय पांडे यांच्या कडे महाराष्ट्र राज्य सुरक्षा महामंडळाची जवाबदारी श्री परमवीर सिंह यांच्या कडे गृह रक्षक दलाची जवाबदारी
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) March 17, 2021
পুলিশ আধিকারিকদের আচমকা রদবদল নিয়ে রাজ্যের তরফে মুখ না খোলা হলেও সূত্র অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার কাণ্ডের তদন্তে পুলিশ অফিসার সচিন ভাজ়ের নাম জড়াতেই আধিকারিকদের দায়িত্বভারে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: ‘রিপড জিন্স পরে কী উদাহরণ তৈরি করছেন মহিলারা?’ বিতর্ক মুখ্যমন্ত্রীর মন্তব্যে
বিস্ফোরক বোঝাই গাড়ি রাখা ও গাড়ির মালিক মনসুখ হিরেনের জেরার পরই রহস্যজনক মৃত্যুতে নাম জড়ায় তদন্তকারী অফিসার সচিন ভাজ়ের। জাতীয় তদন্তকারী সংস্থা ঘটনার তদন্তভার তুলে নেওয়ার পরই গ্রেফতার করা হয় সচিন ভাজ়েকে। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও এনেছেন এনআইএ।
ইতিমধ্যেই বিজেপি(BJP)-র তরফে রাজ্যের শাসক দল শিবসেনা(Shiv Sena)-র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, সচিন ভাজ়ে শিবসেনার সদস্য হওয়ায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁকে আড়াল করার চেষ্টা করছেন। অন্যদিকে, ঠাকরে সরকারের তরফেও অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি এক বিখ্যাত সাংবাদিককে গ্রেফতার করেছিলেন সচিন। তারপর থেকেই বিজেপির হিটলিস্টে ছিলেন সচিন।