Munawar Faruqui: পুলিশের হাতে আটক মুনাওয়ার ফারুকি, উঠল মারাত্মক অভিযোগ

Police Raid: বিগ বস ১৭ জয়ী মুনাওয়ার ফারুকিকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি হুক্কা বারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মুনাওয়ার ফারুকি সহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

Munawar Faruqui: পুলিশের হাতে আটক মুনাওয়ার ফারুকি, উঠল মারাত্মক অভিযোগ
মুনাওয়ার ফারুকি।Image Credit source: Facebook

|

Mar 27, 2024 | 9:13 AM

মুম্বই: ‘শনির দশা’ চলছে বিগবসের তারকাদের! একের পর এক তারকা পুলিশ বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এলভিশ যাদবের পর এবার মুনাওয়ারের পালা। বিগ বস ১৭ জয়ী মুনাওয়ার ফারুকিকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি হুক্কা বারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মুনাওয়ার ফারুকি সহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি হুক্কা বার থেকে কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে আটক করা হয়।  মুনাওয়ার সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই মুম্বইয়ের বড় বাজার এলাকার সাবালান হুক্কা বারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মুনাওয়ার ফারুকি ও অন্যান্যদের আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানিয়েছেন, গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই হুক্কা পার্লারে হার্বাল হুক্কার নামে আসলে তামাকযুক্ত হুক্কা বিক্রি করা হয়। সেই সূত্র ধরেই মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। হুক্কা সেবন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মুনাওয়ার ও অন্যান্যরা।

জানা গিয়েছে, অভিযুক্তরা তামাকযুক্ত হুক্কাই সেবন করছিলেন। তাদের বিরুদ্ধে সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বেশ জনপ্রিয়। সম্প্রতিই তিনি বিগ বস ১৭ রিয়েলিটি শো-ও জেতেন। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার। বছর খানেক আগেই ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করায় বিপুল জনরোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়। বিভিন্ন শহরে মুনাওয়ারের শো ব্যান করে দেওয়া হয়।