নেই পর্যাপ্ত টিকা, মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রে সোমবার অবধি বন্ধ টিকাকরণ

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 10, 2021 | 10:17 AM

বেসরকারি কেন্দ্র ও হাসপাতালে করোনা টিকাকরণ বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি কেন্দ্রগুলি। সেখানে নির্দিষ্ট সময় অনুযায়ী টিকাকরণ হবে।

নেই পর্যাপ্ত টিকা, মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রে সোমবার অবধি বন্ধ টিকাকরণ
বিভিন্ন রাজ্যে টিকা কেন্দ্রের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। ছবি:PTI

Follow Us

মুম্বই: টিকাসঙ্কট নিয়ে কেন্দ্রকে জানানো হয়েছিল আগেই। এ বার সত্যিই টিকাকরণ (COVID Vaccination) বন্ধ করতে হল বাণিজ্যনগরী মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে। পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় সোমবার অবধি বেসরকারি কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বৃহ্নমুম্বই পুরসভা(BMC)। তবে সরকারি ও পুরসভার হাসপাতালগুলিতে টিকাকরণ চলবে।

মুম্বই পুরসভার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “অপর্যাপ্ত পরিমাণ করোনা টিকার সরবরাহের কারণে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ থাকবে।” একইসঙ্গে জানানো হয়েছিল, শুক্রবার রাতে ৯৯ হাজার কোভিশিল্ডের টিকা পৌঁছনোর কথা। সেই টিকা পেলেই দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে।

বেসরকারি হাসপাতাল ও কেন্দ্রগুলি বন্ধ থাকলেও সরকারি হাসপাতালে ও পুরসভা হাসপাতালে টিকাকরণ চলবে। শনিবার কেইএম হাসপাতাল, নায়ার হাসপাতাল, রাজাওয়াড়ি হাসপাতাল, মাহিম মেটারনিটি হাসপাতাল ও বিকেসি জাম্বো কোভিড সেন্টারে দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি টিকাকরণ চলবে। বাকি কেন্দ্রগুলিতে সন্ধে ৬টা অবধি টিকা দেওয়া হবে। রবিবার সকল কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি টিকাকরণ চলবে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহ্নমুম্বই পুরসভার তরফে শহরে মোট ৪৯টি টিকাকেন্দ্র তৈরি করা হয়েছে এবং ৭১টি বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা ঘাটতির কারণে ৭১টি সেন্টার ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে।

একদিকে যেখানে টিকার আকাল দেখা দিয়েছে মহারাষ্ট্রে, একইসঙ্গে আক্রান্তের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৮ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩০১ জনের। এরমধ্যে মুম্বইয়ের বাসিন্দার ৯ হাজারেরও বেশি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত মোহন ভাগবত, ভর্তি নাগপুরের বেসরকারি হাসপাতালে

Next Article