Murder Case: ৩৯ দিনের শিশুকন্যাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিল মা!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 23, 2023 | 1:38 PM

Crime News: ঘটনার দিন আচমকাই ওই মহিলা ১৪ তলার জানালা থেকে শিশুকন্যাটিকে ছুড়ে ফেলে দেন। ওই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন শিশুটির কাকা। তিনি সঙ্গে সঙ্গে নীচে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  

Murder Case: ৩৯ দিনের শিশুকন্যাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিল মা!
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: সবে এক মাস বয়স হয়েছিল। বাড়ির সকলের চোখের মণি ছিল ওই একরত্তি। তারই কি না এমন মর্মান্তিক পরিণতি। ৩৯ দিনের শিশুকন্যাকে ফেলে দেওয়া হল ১৪ তলা থেকে। তাও আবার অন্য কেউ নয়, শিশুটির মা-ই তাঁকে ফেলে দেয়।  ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মুম্বইয়ের মুলুন্দের বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। পশ্চিম মুলুন্দের জাফের রোডের একটি বহুতলের ১৪তলা থেকে ফেলে দেওয়া হয় শিশুটিকে। ওই শিশুটির মা-ই এই কাণ্ড ঘটান। জানা গিয়েছে, ওই মহিলা মূক ও বধির। ঘটনার দিন আচমকাই ওই মহিলা ১৪ তলার জানালা থেকে শিশুকন্যাটিকে ছুড়ে ফেলে দেন।

ওই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন শিশুটির কাকা। তিনি সঙ্গে সঙ্গে নীচে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কী কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে কোনও কিছু জানাননি। এখনও অবধি ওই মহিলাকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই মহিলার আগে একটি পুত্র সন্তান ছিল। ২০২২ সালের জুলাই মাসে সাত মাসের ওই শিশুটি দুধ পান করতে গিয়ে দমবন্ধ হয়ে মারা যায়। ওই ঘটনাতেও মহিলা জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article