নয়া দিল্লি: গরমে জ্বলছে গোটা দেশ। ইতিমধ্যে ১০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আজ, সোমবার দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা শহর। সেখানে এদিন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এদিন গোটা দেশের নিরিখে সবচেয়ে উষ্ণতম শহর (Hottest City) হিসাবে রেকর্ড গড়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এমনই তথ্য প্রকাশ করেছে মৌসম ভবন (IMD)। তবে সেই তালিকায় রয়েছে এ রাজ্যের একাধিক শহর। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩। নাম রয়েছে মালদহ, টিটাগড়েরও।
মৌসম ভবন সূত্রে খবর, সোমবার প্রয়াগরাজের সর্বাধিক তাপমাত্রা ছিল
৪৪.৬ ডিগ্রি। আর এরাজ্যের মধ্যে মালদহের তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি, আসানসোলের ৪৩ ডিগ্রি, শ্রীনিকেতনের ৪৩.২ ডিগ্রি।
আবার উপরিউক্ত শহরগুলি ছাড়াও তাপপ্রবাহ শুরু হয়েছে পঞ্জাব, হরিয়ানা, বিহার এবং উপকূলবর্তী অন্ধপ্রদেশের বিভিন্ন অঞ্চলে। হরিয়ানা এবং পঞ্জাবের বিভিন্ন এলাকায় এদিন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। পঞ্জাবের হিসারে তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে এবং বাতিণ্ডা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন দেশজুড়ে এরকমই তাপপ্রবাহ চলবে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। পাশাপাশি আগামিকাল থেকেই বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে IMD।