মুম্বই: মিলল স্বস্তি। বলিউডের বিশিষ্ট প্রযোজক তথা প্রখ্যাত মিউজিক রেকর্ডিং সংস্থার চেয়ারপার্সন ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ ভুয়ো। এমনই রিপোর্ট দিয়েছেন তদন্তকারীরা। যার প্রেক্ষিতে ভূষণ কুমারকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রযোজনা সংস্থায় ও মিউজিক রেকর্ডিং কোম্পানিতে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভূষণ কুমার ৩০ বছর বয়সি এক যুবতীকে ২০১৭ সাল থেকে কয়েক বছর ধরে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। ওই যুবতীর আরও অভিযোগ, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন ভূষণ কুমার। সেই মামলা দু-বছর ধরে মামলা চলার পর অবশেষে রেহাই পেলেন ভূষণ কুমার।
তদন্তকারীরা জানিয়েছেন, ভূষণ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথোপযুক্ত প্রমাণ মেলেনি। অভিযোগটি মিথ্যা ছিল। মুম্বই পুলিশের তরফে বি সামারি রিপোর্ট পেশ করা হয় আদালতে। যেখানে ভূষণ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে জানানো হয়। যদিও সেই রিপোর্ট খারিজ করে দেয় আদালত। এরপর ভূষণ কুমারের মিউজিক সংস্থার তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, তাদের চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা আদায়ের জন্য এই মামলা করা হয়েছে। পরবর্তীতে অভিযোগকারিণীও সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর ভূষণ কুমার মামলাটি প্রত্যাহার করার আবেদন জানান বম্বে হাইকোর্টে। অবশেষে পুলিশের তরফে বি সামারি রিপোর্ট পাওয়ার পরই ভূষণ কুমারের আবেদন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। তাঁকে নির্দোষ ঘোষণা করল আদালত।