
পটনা: প্রেম মানে না কোনও বাধা। তাই বলে এমন কাণ্ড! চলতি বছরেই মেয়ের বিয়ে হওয়ার কথা, সেখানে মা-ই নাকি পরকীয়ায় লিপ্ত। গভীর রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করতেন প্রেমিকের সঙ্গে। কাটাতেন বিশেষ মুহূর্ত। হাতেনাতে তাদের ধরে ফেললেন স্বামী। তারপরে যা যা হল…
বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক ভিনধর্মী যুবক। ওই মহিলার আবার দুই কন্যাসন্তানও রয়েছে, যাদের মধ্যে একজনের আবার চলতি বছরেই বিয়ে। বছর পয়ত্রিশের ওই যুবতীর সম্পর্ক তৈরি হয়েছিল বয়সে ছোট এক যুবকের সঙ্গে। বিগত ৩ বছর ধরে তাদের এই সম্পর্ক ছিল।
বিহারের পূর্ণিয়ায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই যুগলের মধ্যে লুকিয়ে লুকিয়ে বেশ সম্পর্ক বেশ চলছিল। সম্প্রতি ওই যুবতী তাঁর প্রেমিককে ডেকে পাঠায়। গোপনে তারা দেখা করেছিল। বাড়িতেই ঘরে দরজা বন্ধ করে ঘনিষ্ঠ হয়েছিলেন। সেই সময়ই হঠাৎ ওই যুবতীর স্বামী চলে আসেন। হাতেনাতে তাদের ধরে ফেলেন।
এরপরই ধুন্ধুমার কাণ্ড বাধে। ওই মহিলার স্বামী যুবককে ধরে ব্যাপক মারধর করে। গ্রামবাসীরাও ছুটে আসেন এবং তারাও ওই যুবককে গাছে বেঁধে মারধর করেন। প্রায় আধমরা অবস্থা হয় যুবকের। পরে পুলিশ এসে ওই যুবককে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে।